আজ (০৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এরই প্রেক্ষিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে বাসে আগুনের দৃশ্য এটি।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, গত আগস্টে যাত্রাবাড়ীতে বাসে আগুন লাগার ভিডিও এটি। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাসে অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি।
এ বিষয়ে অনুসন্ধানে ফেসবুকে গত ২৫ আগস্ট জাগরণ নিউজ নামে একটি পেজে প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, যাত্রাবাড়ীতে চলন্ত বাসে আগুনের দৃশ্য এটি।

প্রবাস বাংলা নামে একটি অনলাইন সংবাদমাধ্যমের ফেসবুক পেজেও একই ভিডিও পাওয়া যায়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক নয়, গত আগস্টের ভিন্ন ঘটনার।
তাছাড়া, গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে আজ ০৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়নি।
সুতরাং, ডাকসু নির্বাচনকে ঘিরে আজ ঢাবিতে বাসে অগ্নিসংযোগ দাবিতে আগস্টের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Jagoron News: Facebook Video