ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপর হামলা ও ককটেল বিস্ফোরণ হয়েছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে এবং এখানে।
পাশাপাশি, সামাজিক মাধ্যম থ্রেডস-এ প্রচারিত ভিডিও দেখুন: এখানে। বাংলাদেশ
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গতকাল ০৮ সেপ্টেম্বরের নয় এবং গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার এমন কোনো ঘটনাও ঘটেনি। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালের জুলাই মাসের ভিডিও। ঐসময়ে ঢাবির টিএসসিতে কোটা আন্দোলনকারীদের অবস্থান ঠেকাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এটি সেই ঘটনারই দৃশ্য।
এ বিষয়ে অনুসন্ধানে ফেসবুকে ‘Newsnext Bangladesh’ নামক পেজে ২০২৪ সালের ১৭ জুলাই একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ক্যাপশনে এটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঘটনা বলে উল্লেখ করা হয় এবং এই ঘটনায় কয়েকজন সাংবাদিক আহত হয় বলেও দাবি করা হয়।

উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে একই তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটির বিস্তারিত অংশ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৭ আগস্ট কোটা আন্দোলনকারীদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিএসসিতে অবস্থান নিতে গেলে সাবেক ডাকসু নেতা আক্তার হোসেনসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপে সাংবাদিকসহ কয়েকজন আহত হন।
এছাড়া, বার্তা২৪-এর ফেসবুক পেজে আলোচিত বিষয়ে একই তারিখে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যাবলীর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।
অর্থাৎ, এটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে ভিডিওটি গতকাল ০৮ আগস্টের নয়।
তাছাড়া, গতকাল কিংবা সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর এমন কোনো হামলার কোনো ঘটনা ঘটেনি।
সুতরাং, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপর হামলা ও ককটেল বিস্ফোরণের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Newsnext Bangladesh: Facebook Video
- Bangla Tribune: টিএসসিতে অবস্থান ঠেকাতে পুলিশের সাউন্ড গ্রেনেড, সাবেক ডাকসু নেতাসহ গ্রেফতার ৪
- Barta24: Facebook Video