হাসপাতালে নুরুল হক নুরের বক্তব্য দাবিতে ডিপফেক ভিডিও প্রচার 

গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করে। এ সময় লাঠিচার্জের ঘটনায় নুরুল হক নুর ও দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ ৫০ জন আহত হন। এরপর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন নুর। সম্প্রতি, হাসপাতালে নুরের একটি বক্তব্য দেওয়ার দৃশ্য দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। কথিত এই ভিডিওতে নুরকে বলতে শোনা যায়, “গরীব হয়ে জন্ম, লক্ষ্য মহান। সেবার পথে নিপীড়ন আসুক না আসুক, আমি থামতে পারবো না। মানবতার জন্য এই লড়াই নিরলসভাবে চলবে।” 

ফেসবুকে ভিডিওটি দেখুন এখানে, এখানে। 

ভিডিওটি এখন পর্যন্ত ফেসবুকে একটি পোস্ট থেকেই দেখা হয়েছে ২ মিলিয়নের বেশি বার। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হাসপাতালে ভর্তির পর নুর গণমাধ্যমের সামনে কোনো বক্তব্য দেননি বরং তার হাসপাতালের বিছানায় বসে থাকার একটি ভিডিওর ফুটেজ ব্যবহার করে ডিপফেক প্রযুক্তির সহায়তায় ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে হাসপাতাল ভর্তি পরবর্তী সময়ে নুরুল হক নুর কর্তৃক গণমাধ্যমকে দেওয়া কোনো বক্তব্যের ভিডিও গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি। তবে গত ০৪ সেপ্টেম্বর একাধিক সংবাদমাধ্যমে (বাংলাভিশন, বার্তা২৪) তার হাসপাতালের বিছানায় বসে থাকার একটি ভিডিও প্রচার করা হয়। এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড, নুরের চেহারা এবং পারিপার্শ্বিক উপাদানের সাথে আলোচিত ভিডিওর পারিপার্শ্বিক বিষয়গুলোর মিল পাওয়া যায়। তবে এই ভিডিওগুলোতে নুরকে কোনো কথা বলতে দেখা যায়নি। 

Screenshot: YouTube 

একই সময়ের একটি ছবি নুরের ফেসবুক পেজে পরদিন পোস্ট করা হয়। 

এছাড়া, প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভয়েস ও পারিপার্শ্বিক অবস্থাতেও খানিকটা অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়। ভিডিওটির দৈর্ঘ্য ০৮ সেকেন্ড। গুগলের এআই টুল Veo দিয়ে তৈরি এআই ভিডিওগুলোও ০৮ সেকেন্ড দৈর্ঘ্যের হয়ে থাকে। এ থেকে প্রতীয়মান হয় যে, ভিডিওটি ভিইও প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।  

সুতরাং, এআই দিয়ে তৈরি ডিপফেক ভিডিওকে হাসপাতালে নুরের বক্তব্যের আসল ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img