ডাকসু নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে অপতথ্যের লাইভ আপডেট

০৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে ফলাফল কেন্দ্রিক নানা অপতথ্য। এসব অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য তাৎক্ষণিকভাবে তুলে ধরতে রিউমর স্ক্যানারের এই লাইভ আপডেট।


সময়: ০৯ সেপ্টেম্বর রাত ১১ টা ৪৮ মিনিট


দাবি: শিবিরের সাদিক কায়েম বিজয় লাভ করেছেন।

দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে।


ফ্যাক্টচেক: এখনও ডাকসুর ফলাফল প্রকাশিত হয়নি।


সময়: ০৯ সেপ্টেম্বর রাত ১১ টা ৩০ মিনিট


দাবি: চারটি হলে আবিদুল ইসলাম, উমামা ফাতেমা, সাদিক কায়েমের ভোটের সংখ্যা সম্বলিত কার্ড।

দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে


ফ্যাক্টচেক: এখনও ডাকসুর ফলাফল প্রকাশিত হয়নি। প্রচারিত কার্ডগুলো একটি স্যাটায়ারে পেজে পোস্টের পর তা সত্য দাবিতে ছড়াচ্ছে। পেজটির পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে। 


সময়: ০৯ সেপ্টেম্বর রাত ১১ টা ০৫ মিনিট

দাবি: ডাকসু নির্বাচনের ফলাফল প্রকাশ। ভিপি আবিদুল ইসলাম, জিএস এস এম ফরহাদ এবং এজিএস পদে আবু বাকের মজুমদার নির্বাচিত।

দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক: এখনও ডাকসুর ফলাফল প্রকাশিত হয়নি। প্রচারিত কার্ডটি ভুয়া।


সময়: ০৯ সেপ্টেম্বর রাত ১০ টা ৪৬ মিনিট

দাবি: বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ছাত্রদলের আবিদ। (কালবেলা ফটোকার্ড)

দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে। 

ফ্যাক্টচেক: কালবেলা এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং এই সংক্রান্ত কোনো তথ্যও গণমাধ্যমে আসেনি। (Source)


সময়: ০৯ সেপ্টেম্বর রাত ১০ টা ৩৪ মিনিট

দাবি: ছেলেদের হলে বিপুল ভোটে এগিয়ে আছেন ছাত্রদলের প্রার্থী আবিদ (কালের কণ্ঠ ফটোকার্ড)

দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে।  


ফ্যাক্টচেক: কালের কণ্ঠ এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং এই সংক্রান্ত কোনো তথ্যও গণমাধ্যমে আসেনি।


আরও পড়ুন

spot_img