ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের ত্রিমুখী সংঘর্ষের দাবিটি বানোয়াট

আজ ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় যা চলে বিকেল ৪ টা পর্যন্ত। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘর্ষের একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের ত্রিমুখী সংঘর্ষে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েমসহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। 

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই প্রতিবেদন প্রকাশ অবধি ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে মধ্যে কোনো প্রকার সংঘর্ষ হয়নি। এছাড়াও সাদিক কায়েমসহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হওয়ার মতোও কোনো ঘটনা ঘটেনি।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তিনটি প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের তথ্য পাওয়া গেলেও গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো সংঘর্ষের তথ্য পাওয়া যায়নি। 

পরবর্তীতে সংঘর্ষের ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে এটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম BenarNews Bengali-এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২৬ মার্চ ঢাকায় ছাত্রলীগ ছাত্রদল সংঘর্ষ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Video Comparison by Rumor Scanner 

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের ত্রিমুখী সংঘর্ষের ফুটেজ দাবিতে যে ভিডিওটি প্রচার করা হয়েছে তার বিভিন্ন অংশের সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে। মূলত, ভিডিওটির বিভিন্ন অংশ কাট করে তার অস্থান পরিবর্তন করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। এছাড়াও প্রাপ্ত ভিডিওর শিরোনামে থেকে জানা যায়, এটি ছাত্রদল এবং ছাত্রলীগের সংঘর্ষের ভিডিও। ছাত্রদলের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে সেদিন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় যাতে অন্তত ১০০ আহত হয়েছে বলেও ভিডিওটির বিস্তারিত বিবরণীতে উল্লেখ করা হয়। 

উক্ত ঘটনায় সেসময় মূলধারার গণমাধ্যম দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের ততকালীন সাধারণ সম্পাদক সাইফ মাহমুদের এক বক্তব্যের পর টিএসসি এলাকায় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে৷ ওই ঘটনার প্রতিবাদ ও সাইফ মাহমুদের বক্তব্যের ব্যাখ্যা দিতে সেদিন অর্থাৎ, ২০২২ সালের ২৪ মে সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল৷ সেখানে যাওয়ার পথেই ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে বলেও প্রতিবেদনটি থেকে জানা যায়। 

তাছাড়া, গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে এই প্রতিবেদন প্রকাশ অবধি ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার কোনো সংঘর্ষের তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের ত্রিমুখী সংঘর্ষের এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img