পুলিশ বাহিনী নিয়ে সেনা সদস্যের মন্তব্য দাবিতে এআই দিয়ে তৈরি ভিডিও প্রচার

সম্প্রতি, বাংলাদেশ পুলিশকে নিয়ে সেনাবাহিনীর এক সদস্যের বক্তব্য দাবিতেএকটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ভিডিওটিতে কথিত সেনা সদস্যকে বলতে শোনা যায়, ‘পুলিশ যদি আবারও কোন রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করে, কোন রাজনৈতিক দলের পক্ষে কাজ করে। আমি বলে দিলাম, এই দেশকে আর শোধরানো সম্ভব হবে না। পুলিশের সদস্যরা যদি চায় তাহলে তিনদিনের বেশি সময় লাগবে না বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে। কারণ দেশের দুর্নীতিবাজরা সবসময় পুলিশের কাছে আশ্রয় নেয়। আমি পুলিশ ভাইদের বলছি সেনাবাহিনী একদিন তাদের কর্মক্ষেত্রে ফিরে যাবে। কিন্তু দেশের মানুষকে আপনাদেরই সামলাতে হবে।’ 

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ পুলিশ বাহিনীকে নিয়ে সেনা সদস্যের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয় বরং, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে কিছু অসংগতি শনাক্ত করে রিউমর স্ক্যানার টিম। দেখা যায়, ভিডিওটি তিনটি ভিন্ন অংশে বিভক্ত এবং প্রতিটি অংশে আলাদা ব্যাকগ্রাউন্ড রয়েছে। কথিত সেনা সদস্যের নাম ট্যাগ ভিডিওজুড়ে একই (Salmir) থাকলেও দেহের গঠন ও মুখাবয়বে পরিবর্তন দেখা যায়। পাশাপাশি বক্তব্য দেওয়ার সময় ঠোঁটের নড়াচড়ায় অস্পষ্টভাব ফুটে ওঠে।

Image By Rumor Scanner

আলোচিত দাবিতে প্রচারিত এই ভিডিওটির দৈর্ঘ ২৫ সেকেন্ড। ভিডিওটির শুরুর ০৮ সেকেন্ডে এক সেনা কর্মকর্তাকে কথা বলতে শোনা গেলেও ০৯ সেকেন্ড সময় হতে ভিন্ন আরেকজন সেনা কর্মকর্তাকে কথা বলতে শোনা যায় এবং ১৫ সেকেন্ডের সময় আরেকজনকে কথা বলতে দেখা যায়। 

এতে সহজেই অনুমেয়, এই ভিডিওটি গুগলের অত্যাধুনিক এআই টুল Veo দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনাই বেশি। তিনটি আলাদা ভিডিও একত্রিত করে আলোচিত দাবি সম্বলিত ভিডিওটি প্রচার করা হয়েছে। 

পাশাপাশি, ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে কোনো বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এর অস্তিত্ব পাওয়া যায়নি। 

সুতরাং, এআই ভিডিওকে বাংলাদেশ পুলিশ বাহিনীকে নিয়ে সেনা সদস্যের বক্তব্যের ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img