বুয়েট শিক্ষার্থীদের ওপর ঢাকা কলেজের শিক্ষার্থীদের হামলার দাবিটি ভুয়া

তিনদফা দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি ‘লংমার্চ টু ঢাকা’ এর অংশ হিসেবে গতকাল (২৭ আগস্ট) শাহবাগে অবস্থান নেয় বুয়েট শিক্ষার্থীরা। পরবর্তীতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা দিলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ সদস্য আহত হওয়ার তথ্য গণমাধ্যমে এসেছে। 

একই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে যাওয়ার পথে, ঢাকা কলেজের শিক্ষার্থীদের লাঠিসোটা নিয়ে হামলা। ভিডিও করায় সাংবাদিকদের উপর হামলা করে ইউনুছ বাহিনী’ ক্যাপশনে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। 

ভিডিওটিতে এক সাংবাদিককে বলতে শোনা যায়, শিক্ষার্থীদের কিন্তু ঢাকা কলেজের যারা আছেন তারা ধাওয়া দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু..তখনই দুইজন শিক্ষার্থীদের ক্যামেরার সামনে বলেন, অফ কর… এরপরের সাংবাদিক বলেন, আচ্ছা, আচ্ছা 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বুয়েট শিক্ষার্থীদের ওপর ঢাকা কলেজের শিক্ষার্থীদের হামলার কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, গত ২১ আগস্ট ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় একুশে টেলিভিশনের সাংবাদিকের লাইভ চলাকালে সেই সাংবাদিককে লাইভ বন্ধের হুমকি দেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সেই সময়কার দৃশ্য এটি। 

অনুসন্ধানে একুশে টিভির ফেসবুক পেজে গত ২১ আগস্ট প্রচারিত একটি লাইভ ভিডিও পাওয়া যায়। উক্ত লাইভ ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

উক্ত লাইভ ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, ভিডিওটি ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার।

একই তারিখে উক্ত ভিডিওটি একুশে টিভির ফেসবুক পেজে রিলস আকারে শেয়ার করে বলা হয়, সাংবাদিককে লাইভ করতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের বাধা দেওয়ার দৃশ্য এটি। 

Screenshotv Ekushey Tv

গতকাল (২৭ আগস্ট) বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। কিন্তু আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি গত ২১ আগস্ট অর্থাৎ অন্তত ছয়দিন আগ থেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। ফলে, প্রতীয়মান হয় যে, উক্ত ভিডিওটি বুয়েট শিক্ষার্থীদের ওপর ঢাকা কলেজের শিক্ষার্থীদের হামলার ঘটনা নয়। 

প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ২১ আগস্ট রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা যায়। 

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)শিক্ষার্থীদের ওপর ঢাকা কলেজের শিক্ষার্থীদের হামলার দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img