সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল)সারজিস আলমের বিরুদ্ধে গত ১২ আগস্ট গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। এরই প্রেক্ষিতে বিএনপির মামলায় সারজিস আলম গ্রেফতার হয়েছেন দাবিতে একটি ভিডিও টিকটকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে বিএনপির কোনো মামলায় এনসিপি নেতা সারজিস আলম গ্রেফতার হননি। প্রকৃতপক্ষে, কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই আলোচিত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
স্বাভাবিকভাবে, এনসিপি নেতা সারজিস আলম কোনো কারণে গ্রেফতার হলে দেশিয় সংবাদমাধ্যমে ঢালাওভাবে খবর প্রচার হতো। কিন্তু এ বিষয়ে অনুসন্ধানে সারজিস আলমকে গ্রেফতারের দাবির সপক্ষে কোনো তথ্য সংবাদমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে পাওয়া যায়নি।
এছাড়া, সারজিস আলমকে গ্রেফতারের এই দাবিটি গত ১৩ আগস্ট থেকে প্রচার করা হলেও এর পরবর্তী সময়ে অর্থাৎ ১৪ আগস্ট থেকে বিভিন্ন বিষয়ে তার ফেসবুক পেজে তাকে মন্তব্য করতে দেখা যাচ্ছে। এবং গণমাধ্যমেও তার কর্মকাণ্ডের বিষয়ে নিয়মিত সংবাদ প্রকাশ হচ্ছে।
গত ২৬ আগস্ট এক ফেসবুক পোস্টে তিনি জানান, “চায়না সরকারের আমন্ত্রণে NCP’র ৮ সদস্যের একটি প্রতিনিধি দল ৫ দিনের সফরে চায়না যাচ্ছি। খুব দ্রুত আবার দেখা হবে ইনশাআল্লাহ।🇧🇩”
পরবর্তীতে, গতকাল আরেক ফেসবুক পোস্টে তিনি এনসিপি নেতাদের চীন সফরের একাধিক ছবি প্রচার করেন। সেসব ছবিতে তিনিও রয়েছেন।
এ থেকে স্পষ্ট যে, সারজিস আলমকে গ্রেফতার করা হয়নি।
তাছাড়া, সারজিস আলম গ্রেফতার হয়েছেন দাবিতে প্রচারিত ভিডিওটির থাম্বনেইলে থাকা ছবির বিষয়ে অনুসন্ধানে ছবিটি বানোয়াট বলে প্রতীয়মান হয়েছে।
সুতরাং, সারজিস আলম গ্রেফতার হয়েছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Daily Jugantor: গণমাধ্যম নিয়ে সারজিসের বিস্ফোরক মন্তব্য
- Md Sarjis Alam: Facebook Post 1
- Md Sarjis Alam: Facebook Post 2
- Rumor Scanners analysis