বাংলাদেশের নয়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীর হেনস্তার শিকার হওয়ার ভিডিওটি যুক্তরাষ্ট্রের বিমানবন্দরের

গত ২৩ আগস্ট বাংলাদেশ সরকারের আমন্ত্রণে সরকারি সফরে ঢাকায় আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। ২৪ আগস্ট (রোববার) দিবাগত রাতে তিনি ঢাকা ছাড়েন। এরই প্রেক্ষিতে সম্প্রতি ‘বাংলাদেশে আসা পাকিস্তানি উপ প্রধানমন্ত্রীকে বিমান বন্দরে আপ্যায়নের দৃশ্য!!’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে। 

ভিডিওটিতে মোহাম্মদ ইসহাক দারকে উদ্দেশ্য করে কাউকে ‘You are a liar. You are a chor. thief’ বলতে শোনা যায়। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইসহাক দার বাংলাদেশের বিমানবন্দরে হেনস্তার শিকার হননি। প্রকৃতপক্ষে, ২০২২ সালে ইসহাক দারের যুক্তরাষ্ট্র সফরে ওয়াশিংটন ডিসির বিমানবন্দরের একটি ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷ 

এ বিষয়ে অনুসন্ধানে পাকিস্তানের গণমাধ্যম GTV NETWORK এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৩ অক্টোবর ‘Finance Minister Ishaq Dar Harsh Welcome at USA Airport’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে যুক্ত ফুটেজের সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়। 

Comparison: Rumor Scanner 

ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে পাকিস্তানের তৎকালীন অর্থমন্ত্রী ইসহাক দার অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা হেনস্তার শিকার হন। এসময় যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রদূত মাসুদ খানকে, ইসহাক দারকে হাত ধরে সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে দেখা যায়। 

একই বিষয়ে ভারতের গণমাধ্যম ND TV এর ওয়েবসাইটে ২০২২ সালের ১৪ অক্টোবর ‘Pak Finance Minister Heckled At US Airport, Called “Liar”, “Chor”’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও একই ধরণের চিত্র ও তথ্য পাওয়া যায়। 

জানা যায়, বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক আলোচনায় যোগ দিতে পাকিস্তানের তৎকালীন অর্থমন্ত্রী ইসহাক দার সেমসয় যুক্তরাষ্ট্রে যান। আলোচিত ঘটনাটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছিল। 

সুতরাং, বাংলাদেশের বিমানবন্দরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার হেনস্তার শিকার হয়েছেন শীর্ষক দাবিটা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img