পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে গতকাল ২৩ আগস্ট দুপুরে ঢাকায় এসেছেন এবং তাঁর সফর ২৪ আগস্ট শেষ হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে, “পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীর বাংলাদেশে আসা নিয়ে সচিবালয়ে চলছে সচিবদের প্রতিবাদ এবং উচ্চপর্যায়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে চলছে বাকবিতণ্ডা” ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটির সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার-এর ঢাকা সফরের কোনো সম্পর্ক নেই। তাছাড়া, ভিডিওটি সাম্প্রতিক সময়েরও নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের ৯ ও ১০ সেপ্টেম্বর দেশের ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। এ পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ১০ সেপ্টেম্বর সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল করেন উপসচিব পর্যায়ের একদল কর্মকর্তা। এটি সেই হট্টগোলেরই ভিডিও।
অনুসন্ধানে ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন সংবাদ মাধ্যম ‘ঢাকা পোস্ট’ -এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর ‘ডিসি পদ না পেয়ে সচিবালয়ে হট্টগোল’ শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর হুবহু মিল রয়েছে।
ভিডিওটির বিস্তারিত বর্ণনায় বলা হয়, ‘সোমবার (৯ সেপ্টেম্বর) এবং মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুদিনে দেশের ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে হট্টগোল করেছেন উপসচিব পর্যায়ের একদল বিক্ষুব্ধ কর্মকর্তা………’
সেসময় সমকাল, কালবেলা, একাত্তর টিভি -এর ইউটিউব চ্যানেলে এই বিষয়ে প্রকাশিত সংবাদ থেকেও জানা যায়, ২০২৪ সালের ৯ ও ১০ সেপ্টেম্বর দেশের ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। এ পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ১০ সেপ্টেম্বর করে উপসচিব পর্যায়ের একদল বিক্ষুব্ধ কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব কে এম আলী আযমের কক্ষে হট্টগোল করেন।
সূতরাং, ডিসি পদ না পেয়ে ২০২৪ সালের ১০ আগস্ট সচিবালয়ে একদল বিক্ষুব্ধ উপসচিবের হট্টগোলের ভিডিওকে সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীর বাংলাদেশে আসা নিয়ে সচিবালয়ে সচিবদের প্রতিবাদ ও উচ্চপর্যায়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে বাকবিতণ্ডা চলছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Dhaka Post : ডিসি পদ না পেয়ে সচিবালয়ে হট্টগোল
- Samakal News : ডিসি পদ না পেয়ে সচিবালয়ে একদল বি ক্ষু ব্ধ উপসচিবের হট্টগোল
- Kalbela News : ডিসি পদ না পেয়ে সচিবালয়ে হট্টগোল
- Ekattor TV : নতুন ডিসি নিয়োগের প্রতিবাদে সচিবালয়ে হট্টগোল !
- Dhaka Tribune : ডিসি হতে সচিবালয়ে উপসচিবদের হট্টগোল
- bdnews24.com : সচিবালয়ে ডিসি পদপ্রত্যাশীদের দিনভর হট্টগোল