গতকাল (২৩ আগস্ট) পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। এই সফলকে কেন্দ্র করে সাভার ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ চলছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে সাভার ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর বিদ্রোহের কোনো ঘটনা ঘটেনি এবং প্রচারিত ভিডিওটি সাভারেরই নয়। প্রকৃতপক্ষে, এটি গত বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা ক্যান্টনমেন্টের মাটিকাটা ইসিবি চত্ত্বর এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল পুলিশ ও আনসার কর্তৃক ছত্রভঙ্গ করার ভিডিও।
অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশের ইউটিউব চ্যানেলে গত বছরের ২৯ জুলাই প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, প্রচারিত ভিডিওটি গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের।
প্রতিদিনের বাংলাদেশের ভিডিওটি পর্যবেক্ষণ করে পুরো ভিডিওর কোনো অংশে সেনাবাহিনীর উপস্থিতি দেখা যায়নি। তবে, একটি অংশে ‘অনলাইন সিটি সড়ক, ইসিবি চত্ত্বর, মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট’ লিখা যুক্ত একটি সাইনবোর্ড দেখা যায়।

পরবর্তীতে, গুগল ম্যাপে বিশ্লেষণে উক্ত স্থানটি ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত বলে নিশ্চিত হওয়া যায়। যা সাভার ক্যান্টনমেন্ট থেকে অন্তত ২৩ কিলোমিটার দূরে।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, গত বছরের জুলাই মাসে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল পুলিশ ও আনসার সদস্য কর্তৃক ছত্রভঙ্গ করার দৃশ্যকে সম্প্রতি সাভার ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর বিদ্রোহ দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Protidiner Bangladesh- YouTube Video
- Google Location- 1, 2