পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে গত ২৩ আগস্ট দুপুরে ঢাকায় এসেছেন। এরই প্রেক্ষিতে, “পাকিস্তানী উপ-প্রধানমন্ত্রী কে শুভেচ্ছা জানতে যাচ্ছে জিন্নার রেখে যাওয়া কিছু বাঙালি জা’র’জ সন্তান” ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ঢাকা সফরকে কেন্দ্র করে তাকে শুভেচ্ছা জানিয়ে কোনো মিছিল অনুষ্ঠিত হয়নি বরং, গত ১৬ জুন শাহবাগ ও কাটাবন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কিছু কী ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামক ফেসবুক অ্যাকাউন্টে ২০২৫ সালের ১৬ জুন প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি হুবহু মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিলের ভিডিও।
উল্লিখিত সূত্র থেকে প্রাপ্ত তথ্যের সূত্র কি ওয়ার্ড সার্চ করে একই দিনে জাতীয় দৈনিক কালবেলার ওয়েবসাইটে “নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ১৬ জুন (সোমবার) ভোরে রাজধানীর শাহবাগ ও কাটাবন মোড় মধ্যবর্তী এলাকায় ঝটিকা মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। মিছিল চলাকালে শাহবাগ সড়ক সংলগ্ন বঙ্গবন্ধু হলের পকেট গেটের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সেসময় দেশের বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ (১,২,৩) প্রচার করা হয়।
সুতরাং, গত জুন মাসে রাজধানীর শাহবাগ ও কাটাবন এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিওকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশে মিছিল দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- বাংলাদেশ আওয়ামী লীগ – Facebook Post
- Kalbela – নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১