অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশ সেনাবাহিনীকে জড়িয়ে জাতিসংঘের বার্তা দাবিতে ভলকার টুর্কের পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি ‘জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অবৈধ ক্ষমতা দখল, বিচারবহির্ভূত হ’ত্যা ও বাংলাদেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধির বিষয়ে উপযুক্ত প্রমাণ পেয়েছে তারা। আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে না চললে বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আসবে এমন হুশিয়ারী দিয়েছে ভলকার তুর্ক।’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অবৈধ ক্ষমতা দখল ও বিচারবহির্ভূত হত্যা এবং বাংলাদেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধির বিষয়ে উপযুক্ত প্রমাণ পেয়েছে উল্লেখ করে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে না চললে বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আসবে এমন হুঁশিয়ারি দিয়ে কোনো ভিডিও বার্তা প্রদান করেননি। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দমন-পীড়নের বিষয়ে জরুরি ভিত্তিতে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করতে বাংলাদেশ সরকারের প্রতি ভলকার টুর্কের আহ্বান জানানোর ভিডিও বার্তাকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷ 

এ বিষয়ে অনুসন্ধানের মাধ্যমে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার অফিসিয়াল ফেসবুক পেজে ২০২৪ সালের ২৫ জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়। 

Comparison: Rumor Scanner

ভিডিওটির ক্যাপশন ও বিবরণী থেকে জানা যায়, সেসময়ে বাংলাদেশে সংঘটিত ভয়াবহ সহিংসতার খবরের মধ্যে বিক্ষোভ দমনের তথ্য জরুরিভাবে প্রকাশ করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ভলকার টুর্ক। সেসময় আনুমানিক ১৭০ জনেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার আহত হয়েছে উল্লেখ করে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে হবে বলে তিনি মন্তব্য করেন। 

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার এক্স হ্যান্ডেলে ২০২৪ সালের ২৫ জুলাই প্রকাশিত একটি পোস্টে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। 

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের ০৮ আগস্ট শপথের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করে। 

অর্থাৎ, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পূর্ব থেকেই আলোচিত ভিডিওটি ইন্টারনেটে রয়েছে৷ 

ভলকার টুর্কের উক্ত বার্তার কথা উল্লেখ করে মূলধারার গণমাধ্যম প্রথম আলোর ইংরেজি সংস্করণের ওয়েবসাইটে ২০২৪ সালের ২৫ জুলাই ‘Disclose details about crackdown on protests: Volker Türk’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও একই তথ্য পাওয়া যায়। 

সুতরাং, অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশ সেনাবাহিনীর উদ্দেশ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্কের সাম্প্রতিক ভিডিও বার্তা দাবিতে ২০২৪ সালের জুলাইয়ে তৎকালীন সরকারের উদ্দেশ্যে ভলকার টুর্কের আহ্বানের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img