শেখ মুজিবের ছবিতে মমতা ব্যানার্জীর ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়, ২০২০ সালের  

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গেল ১৫ই আগস্ট বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি গেল ১৫ আগস্টের নয় বরং, এটি ২০২০ সালের ১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মমতা ব্যানার্জীর ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ছবি।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ছবিটির রিভার্স সার্চ করে মমতা ব্যানার্জীর ফেসবুক পেজে ২০২০ সালের ১৭ মার্চ প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের সাথে সংযুক্ত প্রথম ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির হুবহু মিল রয়েছে। 

Comparison : Rumor Scanner

উক্ত পোস্টের ক্যাপশনে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে আজ (২০২০ সালের ১৭ মার্চ) বিধানসভায় শ্রদ্ধেয় স্পিকার এবং বিধায়কদের উপস্থিতিতে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলাম। এই অবিসংবাদিত নেতা মাতৃভাষা এবং মাতৃভূমির জন্য লড়াই করে আজও জাতির অনুপ্রেরণা হয়ে আছেন।

পরবর্তীতে, এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে অনলাইন গণমাধ্যম  বাংলা নিউজ ২৪ ডট কমের ওয়েবসাইটে ২০২০ সালের ১৭ মার্চ ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মমতার শ্রদ্ধা’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়। 

সুতরাং, ২০২০ সালের ১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মমতা ব্যানার্জীর ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ঘটনাকে গেল ১৫ই আগস্টের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img