সম্প্রতি, ‘পাকিস্তানের ইসলামাবাদে একটি বিউটি পার্লারে কর্মরত ১৬ জন নারীকে একত্রে গণধর্ষণ করা হয়েছে’ দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ইসলামাবাদে বিউটি পার্লারে ১৬ নারী ধর্ষণের শিকার হওয়ার কোনো ঘটনা ঘটেনি, এমনকি প্রচারিত ভিডিওটি ইসলামাবাদেরই নয়। প্রকৃতপক্ষে, গত ১৯ জুলাই পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি বিউটি পার্লারে জেনারেটরের ধোঁয়া ঢুকে অসুস্থ হয়ে পড়েন ১০ জন নারী। সেই ঘটনার দৃশ্য এটি।
অনুসন্ধানে ‘Israr Ahmed Rajpoot’ নামক একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে গত ১৭ সেপ্টেম্বর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

Israr Ahmed Rajpoot পোস্টটিতে থাকা উর্দু ভাষায় ক্যাপশনটি অনুবাদ করে জানা যায়, রাওয়ালপিন্ডির ফিফথ রোড এলাকায় অবস্থিত একটি বিউটি পার্লারে জেনারেটরের গ্যাসে অচেতন হয়ে পড়া ১৬ জন তরুণীর অজ্ঞান অবস্থার ভিডিও এটি।
উক্ত সূত্র ধরে আরও অনুসন্ধানে পাকিস্তানের গণমাধ্যম মেগা নিউজের ইনস্টাগ্রাম চ্যানেলে গত ১৭ সেপ্টেম্বর প্রচারিত একটি পোস্টে একই ভিডিও প্রচার করতে দেখা যায়। এই পোস্ট থেকেও ভিডিওটি সম্পর্কে একই তথ্য জানা যায়।
এছাড়া, পাকিস্তানের আরেকটি গণমাধ্যম মিডিয়া বাইটস্ এর ফেসবুক পেজে গত ১৮ সেপ্টেম্বর একই ভিডিও একই দাবিতে প্রচার হতে দেখা গেছে।
এ বিষয়ে রাওয়ালপিন্ডির পুলিশের অফিসিয়াল এক্সে চ্যানেল থেকে গত ১৭ সেপ্টেম্বর প্রচারিত একটি পোস্টে বলা হয়েছে, গত ১৯ জুলাই নিউটাউন এলাকায় একটি বিউটি পার্লারে জেনারেটরের ধোঁয়া ঘরে ভরে যাওয়ার কারণে দশজন নারীর অবস্থা খারাপ হয়। তাদেরকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা সেবা শেষে সুস্থভাবে বাড়ি পাঠানো হয়।
গত ১৯ সেপ্টেম্বর পাকিস্তানের আরও একটি গণমাধ্যম উক্ত ঘটনা যেখানে ঘটেছিল সরেজমিনে সেখানে গিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানেও বলা হয়েছে, ধোঁয়ার কারণে নারীরা অসুস্থ হয়ে পড়েছিল।
অর্থাৎ, প্রচারিত ভিডিওতে থাকা নারীরা ধর্ষণের শিকার হননি এবং উক্ত ভিডিওটি ইসলামাবাদেরও নয়।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে পাকিস্তানের কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং গত ১৯ সেপ্টেম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি বিউটি পার্লারে জেনারেটরের ধোঁয়া ঢুকে ১০ জন নারী অসুস্থ হয়ে পড়ার দৃশ্যকে পাকিস্তানের ইসলামাবাদে বিউটি পার্লারে ১৬ জন নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Israr Ahmed Rajpoot- X Post
- Mega News- Instagram Post
- Media Bites- Facebook Post
- Rawalpindi Police- X Post
- Capital Tv- Report