খাগড়াছড়িতে আহত বাংলাদেশি সেনা সদস্যের ছবি দাবিতে থাই সেনা সদস্যের ছবি প্রচার

গত ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে অবরোধের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

এরই প্রেক্ষিতে সম্প্রতি ‘সেনাবাহিনীর উপরে হাত উডালে কোন সাহাসে রে…’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷ 

ভিডিওটিতে সেনাবাহিনীর পোশাক পরিহিত একজন আহত ব্যক্তিকে ধরাধরি করে নিয়ে যেতে দেখা যায়৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ফেসবুকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ২৩ লক্ষ বার দেখা হয়েছে, এটিতে প্রায় ৫২ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি ১২ হাজার বার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সম্প্রতি খাগড়াছড়িতে সংঘটিত সংঘর্ষে পাহাড়িদের দ্বারা বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সদস্যের আহত হওয়ার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষে একজন থাই সৈন্যের আহত হওয়ার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে Ikgryangqngkaal নামক ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ১৭ সেপ্টেম্বর প্রকাশিত আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

পরবর্তীতে, থাইল্যান্ডের গণমাধ্যম Thai PBS এর ওয়েবসাইটে গত ১৭ সেপ্টেম্বর ‘Thai Army use rubber bullets and tear gas against Cambodian crowd’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যের সাদৃশ্য রয়েছে। 

Comparison: Rumor Scanner

উল্লেখিত প্রতিবেদনে যুক্ত ছবি ও আলোচিত ভিডিওতে চোখে আঘাতপ্রাপ্ত সেনাবাহিনীর একজন সৈন্যকে সাদা মাস্ক ও নীল টুপি পরিহিত একজন ব্যক্তি ধরে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। উভয় ছবিতে একই ব্যক্তি ও পারিপার্শ্বিকতা রয়েছে বলে প্রতীয়মান হয়। 

প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর বিকেলে থাই সৈন্যরা থাইল্যান্ড-কম্বোডিয়ার বিতর্কিত এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপনকালে প্রায় ২০০ জন কম্বোডিয়ান সেখানে এই কাজের প্রতিবাদ করতে জড়ো হয়েছিল। থাইল্যান্ডের সা কায়েও প্রদেশের খোক সুং জেলার বান নং ইয়া কায়েওতে এই ঘটনা ঘটে। লাঠি ও পাথর দিয়ে থাই সৈন্যদের ওপর আক্রমণকারী কম্বোডিয়ানদের ছত্রভঙ্গ করতে থাই দাঙ্গা-বিরোধী বাহিনী রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে।

এই সংঘর্ষের ঘটনায় পাঁচজন থাই সৈন্য আহত হয়, যার মধ্যে পাথরের আঘাতে একজনের চোখে জখম হয়। প্রতিবেদনে যুক্ত ছবিটি উক্ত ঘটনার দৃশ্য। 

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম The Free Press Journal এর ইউটিউব চ্যানেলে গত ১৯ সেপ্টেম্বর ‘Thai Army Clashes With Cambodian Protesters at Border | Tear Gas & Rubber Bullets Fired’ শিরোনামে প্রকাশিত ভিডিও প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। 

অর্থাৎ, আলোচিত ভিডিওটি খাগড়াছড়িতে সংঘটিত সংঘর্ষের ঘটনার নয়।

সুতরাং, থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষে আহত থাই সৈন্যের ভিডিওকে সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি সংঘর্ষে আহত বাংলাদেশ সেনাবাহিনী সৈন্যের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img