সোমবার, আগস্ট 11, 2025

নুরুল হক নুরকে নিয়ে নিপুন, জাইমা, মান্না ও মির্জা ফখরুলের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চারটি সংবাদ শিরোনামের স্ক্রিনশট প্রচার করা হয়েছে। স্ক্রিনশটগুলোতে দাবি করা হয়েছে, 

১. ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন, “তারেকের চাইতে নুরুর মাজা অনেক শক্ত, সেই আমাদের কাণ্ডারী”।

২. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান বলেছেন, “নুরুর মাঝে আমি আমার দাদুর ছায়া দেখতে পাচ্ছি”

৩. নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, “ক্ষমতা বিএনপি কেও দেয়া যাবে না! নুরের হাতে ক্ষমতা দেওয়া হবে”

৪. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “নুরু প্রধানমন্ত্রী হলে আমি হবো সামরিক বাহিনীর প্রধান”

উক্ত শিরোনাম সম্বলিত ছবিগুলো প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, “তখন সবার আশা এবং ভরসার একমাত্র আশ্রয় স্থল ছিলেন Nurul Haque Nur ভাই | এখন সবাই অনেক বড় নেতা সবাই ক্রেডিট নিতে ব্যস্ত”

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিষয়ে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলোচিত মন্তব্যগুলো করেননি। প্রকৃতপক্ষে নুরের বিষয়ে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, জাইমা রহমান, মাহমুদুর রহমান মান্না এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরূপ কোনো মন্তব্য করেননি।

অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে প্রচারিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত ৪টি মন্তব্যের কোনোটির সপক্ষেই নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

প্রচারিত সংবাদ শিরোনামের ছবিগুলো পর্যবেক্ষণ করলে তিনটি ছবিতে সংবাদমাধ্যমের নাম হিসেবে দেখা যায়, ‘BNP News | বাংলা’। অনুসন্ধানে উক্ত নাম ও লোগো সম্বলিত কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম পাওয়া যায়নি। তাছাড়া, ছবিগুলোতে থাকা সংবাদমাধ্যমের ট্যাবের নাম হিসেবে দেখা যায়, ‘হাওয়া ভবন’, ‘খাম্বা তারেক’, ‘মাদারে গণতন্ত্র’ ও ‘গাজাপল্টন’। এ থেকে বুঝা যায় যে প্রচারিত সংবাদ শিরোনাম বা এর স্ক্রিনশটগুলো ব্যাঙ্গাত্মক উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। তবে, মূল সূত্রপাতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া, মাহমুদুর রহমান মান্নার বক্তব্যের স্ক্রিনশটটি পর্যবেক্ষণ করলে সংবাদমাধ্যমের নাম হিসেবে দেখা যায় ‘Breaking News BD’ নামক একটি ফেসবুক পেজ ও প্রোফাইল ছবিতে দেখা যায় বাংলাদেশের পতাকা। অনুসন্ধানে উক্ত নাম ও লোগো বা ছবি সম্বলিত কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিষয়ে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, জাইমা রহমান, মাহমুদুর রহমান মান্না ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য দাবিতে প্রচারিত মন্তব্যগুলো ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis

আরও পড়ুন

spot_img