সম্প্রতি, ছোট পর্দার অভিনয় শিল্পী ও মডেল সাদিয়া আয়মানের ছবি দাবিতে কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো সাদিয়া আয়মানের নয় বরং, ইন্টারনেট থেকে জিনা তরফদার নামক এক ভারতীয় মডেলের ছবি সংগ্রহ করে সেগুলোতে প্রযুক্তির সাহায্যে সাদিয়া আয়মানের মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে অভিনেত্রী সাদিয়া আয়মানের ফেসবুক পেজ ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট যাচাই করে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত ছবিগুলো রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘Jina Tarafder’ নামক ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে চলতি বছরের ১১ মে প্রচারিত কয়েকটি ছবি সম্বলিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ছবিগুলো পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ছবিগুলোর নারীর চেহারা ব্যতীত বাকি সব উপাদানের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর মিল রয়েছে।

পরবর্তীতে উক্ত নারীর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে প্রচারিত অন্যান্য ছবিগুলো পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায়, রেস্টুরেন্টে তোলা ছবিগুলো তার-ই। অ্যাকাউন্টের বায়োতে এই নারীর পরিচয় হিসেবে অভিনেত্রী ও মডেল উল্লেখ রয়েছে। পাশাপাশি, তার অ্যাকাউন্টে প্রচারিত ভিডিও পোস্টগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত নারী হিন্দি ভাষী। অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে লোকেশন হিসেবে এতে
ভারত উল্লেখ থকতে দেখা গেছে এবং জিনা তরফদারের মূল ছবিগুলোতে লোকেশন হিসেবে কলকাতা উল্লেখ করা রয়েছে। যা থেকে বলা যায়, তিনি একজন ভারতীয়।
অর্থাৎ, জিনা তরফদার নামের ভারতীয় এই নারীর ছবিটিতে তার মুখমণ্ডলের স্থলে এআই প্রযুক্তির সহায়তায় সাদিয়া আয়মানের মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের স্বার্থে রিউমর স্ক্যানার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে জিনা তরফদারের ছবির ওপর সাদিয়ার মুখমণ্ড প্রতিস্থাপনের চেষ্টা করেছে। এতে সম্পাদিত ছবির মতোই অনুরূপ ফলাফল পাওয়া গেছে।
সুতরাং, ইন্টারনেট থেকে এক ভারতীয় মডেলের ছবি সংগ্রহ করে তাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অভিনয় শিল্পী সাদিয়া আয়মানের মুখমণ্ডল বসিয়ে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পাদিত।