বাংলাদেশের হাসপাতালে ভাঙচুরের ঘটনা দাবিতে ভারতের ভিডিও প্রচার 

সম্প্রতি, ‘হালিশহর ঈদগাঁ র একটা হাসপাতালের চিত্র, রোগীর সাথে ভালো ব্যাবহার না করা বা সার্ভিস দিতে গড়িমসি করার কারণে ল্যাপটপ ( কম্পিউটার)  ভাংচুর করলেন এক ভুক্তভোগী মহিলা কোলে শিশু সন্তান ও দেখা যাচ্ছে।’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হাসপাতাল ভাঙচুরের এই ভিডিওটি চট্টগ্রাম কিংবা বাংলাদেশ কোনো স্থানের নয় বরং, এটি ভারতের কেরালার একটা ঘটনা। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে তামিল গণমাধ্যম ‘dinakaran daily newspaper’ এর ফেসবুক পেজে ২০২৫ সালের ২৩ জুলাই  প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির শুরু থেকে ১৫ সেকেন্ড অংশের হুবহু মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

উক্ত ভিডিওর ক্যাপশনে বলা হয়, কাসারগড়ে সন্তানকে নিয়ে চিকিৎসা করাতে আসা এক মা দীর্ঘ সময় অপেক্ষা করেও টোকেন না পেয়ে রাগে হাসপাতালের কম্পিউটার ভেঙে চলে গেছেন। এটি সেই ঘটনার দৃশ্য। 

জানা যায়, কাসারগড় ভারতের কেরালা রাজ্যের একটি জেলা।

পরবর্তীতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে ‘Welcome Karaikudi’ নামক ফেসবুক অ্যাকাউন্টেও একই তথ্যসংবলিত আলোচিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

এছাড়াও, ভারতের কেরালার বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টে একই তথ্যসংবলিত আলোচিত ভিডিওটি (,,) খুঁজে পাওয়া যায়। 

অর্থাৎ, আলোচিত ভিডিওটি বাংলাদেশের কোনো হাসপাতালের নয়।

সুতরাং, ভারতের কেরালায় হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ঝামেলায় রোগী কর্তৃক কম্পিউটার ভাঙচুরের ঘটনার দৃশ্যকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img