মঙ্গলবার, জুলাই 22, 2025

উত্তরায় বিমান দুর্ঘটনায় আহত শিশু দাবিতে গাজার পুরোনো ছবি প্রচার

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গতকাল (২১ জুলাই) বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত অন্তত ৩১ জনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আহত ও দগ্ধ হয়েছে শতাধিক, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। এই প্রেক্ষিতে, ‘এটা গাঁজা নয়, বাংলাদেশের দৃশ্য’ ক্যাপশনে একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিটিতে দেখা যায়, একটি মেয়ে শিশু ও এক কিশোর ধুলো-মলিন অবস্থায় একটি হাসপাতালের স্ট্রেচারে বসে আছে।

এই দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিটি উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নয়। বরং, এটি ২০২৩ সালে ইসরায়েলি হামলায় গাজায় আহত শিশুদের একটি পুরোনো ছবি।

এই বিষয়ে অনুসন্ধানে দেখা গেছে, ২০২৩ সালের ১২ অক্টোবর দ্য নিউ ইয়র্ক টাইমস-এ প্রকাশিত একটি প্রতিবেদনে হুবহু একই ছবি ব্যবহার করা হয়েছে। ছবির ক্যাপশনে উল্লেখ করা হয়, গাজা শহরের আল-শিফা হাসপাতালে আহত শিশুদের ধুলোমলিন ও রক্তাক্ত অবস্থায় একটি স্ট্রেচারে বসে থাকতে দেখা যাচ্ছে। ইসরায়েলি বিমান হামলায় কাছাকাছি একটি শরণার্থী শিবিরে বোমাবর্ষণের পর তাদের হাসপাতালে আনা হয়।

ছবিটির ফটোগ্রাফার হিসেবে প্রতিবেদনে গাজার ফ্রিল্যান্স ছবি সাংবাদিক সামার আবু এলউফের নাম দেওয়া হয়েছে।

এছাড়া, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর দ্য আইরিশ টাইমসেও ছবিটি প্রকাশিত হয় এবং সেখানে একই সূত্রের বরাতে ছবিটি আল-শিফা হাসপাতালে ধারণকৃত বলে উল্লেখ রয়েছে।

সুতরাং, ২০২৩ সালে গাজায় ইসরায়েলি হামলায় আহত শিশুদের একটি ছবি বাংলাদেশের উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img