গত ২১ জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন অবধি অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, আহত ও দগ্ধ হয়েছে অন্তত শতাধিক, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী।
এই ঘটনার প্রেক্ষিতে,‘বিমান বিধ্বস্ত হবে, শতাধিক শিশু আহত হবে..’ দাবির Motiur Rahman নামের ফেসবুক ব্যবহারকারীর ফেসবুক পোস্টের স্ক্রিনশট প্রচার করে দাবি করা হচ্ছে পোস্টটি তিনদিন আগের অর্থাৎ, ঘটনার আগের।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
Motiur Rahman নামের ফেসবুক পোস্টের স্ক্রিনশটটে দেখা যায়, ‘বিমান বিধ্বস্ত হবে, শতাধিক শিশু আহত হবে..’ পোস্টটি শেয়ার দিয়ে তিনি আবার নিজেই লিখেন, ‘এরকম পোস্ট দেখে বিভ্রান্ত হবেন না, আগামীকাল কি ঘটবে সেটা কেউ জানেনা’
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বিমান বিধ্বস্ত হবে, শতাধিক শিশু আহত হবে..’দাবির Motiur Rahman নামের ফেসবুক ব্যবহারকারীর ফেসবুক পোস্টের লেখাটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার আগের নয়। বরং, বিমান দুঘটনার পরবর্তী সময়ে Motiur Rahman নামের ফেসবুক ব্যবহারকারী নিজের গত ১৮ জুলাইয়ের একটি পোস্ট সম্পাদনা করে আলোচিত লেখাটুকু সংযুক্ত করেছেন, যা পরে ভাইরাল হয়ে আলোচিত দাবিতে ছড়িয়ে পড়েছে। এছাড়াও, একই পোস্টটি তিনি একাধিকবার এডিট করেন।
এই বিষয়ে অনুসন্ধানে Motiur Rahman নামক ফেসবুক অ্যাকাউন্টের পোস্টটি খুঁজে পাওয়া যায়। দেখা যায়, পোস্টটি ১৮ জুলাইয়ের। পোস্টটির এডিট হিস্ট্রি যাচাই করে দেখা যায় এটি একাধিকবার সম্পাদনা করা হয়েছে।
গত ১৮ জুলাই রাত ২ট ১০ মিনিটে পোস্টটির প্রথম সংস্করণের ক্যাপশন ছিল ‘01967657515 ১৭ জুলাই’।
পরবর্তীতে, তিনি গত ২১ জুলাই রাতে পোস্টটিতে সম্পাদনা করে লিখেন, ‘বিমান বিদ্ধস্ত, শতাধিক আহত..’। একই দিনে দ্বিতীয় দফা সম্পাদনা করে লিখেন, ‘বিমান বিধ্বস্ত হবে, শতাধিক শিশু আহত হবে..’। তৃতীয় দফা সম্পাদনা করে লিখেন, ‘মাইলস্টোন স্কুলে বিমান হামলা পরিকল্পিত, অবশ্যই পরিকল্পিত, পৃথিবী সৃষ্টির ৫০ হাজার পূর্বে পরিকল্পিত…। এই পরিকল্পনা মহান আল্লাহর’। সর্বশেষ বার ক্যাপশন পরিবর্তন করে লিখেন, ‘মাইলস্টোন স্কুলে বিমান বিদ্ধস্ত পরিকল্পিত, অবশ্যই পরিকল্পিত, পৃথিবী সৃষ্টির ৫০ হাজার পূর্বে পরিকল্পিত…। এই পরিকল্পনা মহান আল্লাহর’।

অর্থাৎ, এটি নিশ্চিত যে ‘বিমান বিধ্বস্ত হবে, শতাধিক শিশু আহত হবে..’ দাবির Motiur Rahman নামের ফেসবুক ব্যবহারকারীর ফেসবুক পোস্টের লেখাটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার আগের নয়।
সুতরাং, উত্তরায় বিমান দুর্ঘটনার ঘটনায় Motiur Rahman নামের ফেসবুক অ্যাকাউন্ট ভবিষ্যদ্বাণী করা হয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Motiur Rahman : Facebook Post