মঙ্গলবার, জুলাই 22, 2025

ডা. সামন্ত লাল সেন কারাগারে আটক থাকার দাবিটি মিথ্যা 

ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল এলাকায় গতকাল ২১ জুলাই বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন অবধি অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, আহত ও দগ্ধ হয়েছে অন্তত শতাধিক, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দাবি প্রচার করা হয় যে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বার্ন বিশেষজ্ঞ ডা. সামন্ত লাল সেন কারাগারে আটক আছেন এবং মাইলস্টোনের এই পরিস্থিতিতে তাকে কারাগার থেকে মুক্তি দিয়ে আহতদের সেবার কাজে নিযুক্ত করার দাবি জানানো হয়।

ডা. সামন্ত লাল সেন কারাগারে আটক আছেন এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বার্ন বিশেষজ্ঞ ডা. সামন্ত লাল সেন কারাগারে আটক নেই। গত ০৫ আগস্ট পরবর্তী সময়ে তার নামে একটি হত্যা মামলা দায়েরের তথ্য পাওয়া গেলেও তাকে ঐ মামলায় এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে ডা. সামন্ত লাল সেনের মতো ব্যক্তি গ্রেফতার হলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।

অনুসন্ধানে ‘জাগোনিউজ২৪’ এর ওয়েবসাইটে “হঠাৎ আলোচনায় ডা. সামন্ত লাল সেন” শীর্ষক শিরোনামে গত ২১ জুলাইয়ে প্রচারিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনটিতে বলা হয়, “গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বার্ন বিশেষজ্ঞ ডা. সামন্ত লাল সেন ‘আত্মগোপনে’ চলে যান। ডা. সামন্ত লাল সেনের ঘনিষ্ঠ একটি সূত্র জাগো নিউজকে জানিয়েছে, আত্মগোপনে থাকলেও তিনি দেশেই আছেন। মাসখানেক আগেও তার সঙ্গে কথা হয়েছে। সূত্রটি ডা. সেনের সঙ্গে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগের পরামর্শ দেন। তবে এ প্রতিবেদক একাধিকবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ডা. সেন সাড়া দেননি।”

ডা. সামন্ত লালের বিরুদ্ধে মামলার বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম এনটিভির ওয়েবসাইটে “শেখ হাসিনা-সামন্ত লাল-ডিপজলসহ ১৩৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা” শীর্ষক শিরোনামে গত বছরের ২ সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমণ্ডি এলাকায় গুলি করে শুভ নামে এক যুবককে হত্যার অভিযোগে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন, অভিনেতা ও ব্যবসায়ী মনোয়ার হোসেন ডিপজলসহ ১৩৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। গত ২ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দার আদালতে শুভর মা রেনু মামলাটি করেন।”

উক্ত তথ্যের প্রেক্ষিতে রিউমর স্ক্যানার টিম ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমার সাথে যোগাযোগ করে। ক্যশৈন্যু নিশ্চিত করেন যে, হত্যা কিংবা অন্য কোনো মামলায় ধানমন্ডি থানা পুলিশ ডা. সামন্ত লাল সেনকে গ্রেফতার করেনি।

সুতরাং, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বার্ন বিশেষজ্ঞ ডা. সামন্ত লাল সেন কারাগারে আটক আছেন শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img