বাংলাদেশের ২০২৪ সালের ৫ আগস্টের বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর কাছে ফাইল জমাদানের দাবিটি  বানোয়াট

২০২৪ সালের ০৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলের অবসান ঘটে। সেদিন দেশের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা, লুটপাট ও সহিংসতা হয়। এরই প্রেক্ষিতে সম্প্রতি, “বাংলাদেশে ঘটে যাওয়া ৫ আগস্টের সন্ত্রাসী হামলার ফাইল স্মারক লিপি ফুটেস কপি চীনের পররাষ্ট্র মন্ত্রী চুং সাং মার্কোং এর হাতে তুলে দিলাম” দাবিতে Tamanna Akhter Yesman নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। পাশাপাশি, উক্ত অ্যাকাউন্ট থেকে ফেসবুকের একাধিক গ্রুপে পোস্টটি শেয়ার করা হয়েছে।  

পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তীতে একই দাবি ফেসবুকের বিভিন্ন পেজ ও অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিগুলোর সঙ্গে বাংলাদেশের ২০২৪ সালের ০৫ আগস্টের কোনো ঘটনার কোনো সংশ্লিষ্টতা নেই। প্রকৃতপক্ষে, চলতি বছরের ০৭ ফেব্রুয়ারি দুবাই এক্সপো পার্কে চীনা ও আমিরাতি তরুণদের মধ্যে বেল্ট অ্যান্ড রোড’ বিষয়ক সংলাপ ও সহযোগিতার লক্ষ্যে সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমির সাক্ষাতের সময়ে ধারণকৃত কিছু ছবি ব্যবহার করে সাম্প্রতিক সময়ে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। 

এই বিষয়ে অনুসন্ধানে চীনের সংবাদমাধ্যম China Daily এর ওয়েবসাইটে চলতি বছরের ২১ ফেব্রিয়ারিতে ‘清华学子对话阿联酋国务部长:共话“一带一路”与青年未来’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবিগুলোর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর মিল খুঁজে পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner 

চীনা ভাষায় প্রকাশিত উক্ত প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০২৫ সালের ০৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি সংযুক্ত আরব আমিরাতের সিংহুয়া বিশ্ববিদ্যালয় স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস ‘সিংহুয়া ইন্টারন্যাশনাল ইয়ুথ ডায়লগ’ এর অনুশীলন দলের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের লক্ষ্য ছিল, চীন ও সংযুক্ত আরব আমিরাতের তরুণদের মধ্যে পারস্পরিক সংলাপ ও সহযোগিতার বিষয়ে কাজ করা। এছাড়া, ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের অধীনে আন্তর্জাতিক সহযোগিতা এবং টেকসই উন্নয়নের বিষয়গুলো নিয়েও উক্ত সাক্ষাতে আলোচনা হয়েছে।

অর্থাৎ, প্রচারিত ছবিগুলো এবং ক্যাপশনের দাবির সঙ্গে বাংলাদেশ বিষয়ক অথবা ২০২৪ সালের ০৫ আগস্টের ঘটনার কোনো সম্পৃক্ততা নেই।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমীর ছবি ব্যবহার করে তামান্না আক্তার ইয়াসমান (Tamanna Akhter Yesman) নাম দাবি করে আলোচ্য ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ নিয়ে বিভিন্ন বিষয়ে ক্রমাগত ভুল তথ্য প্রচার করতে দেখা যায়। উক্ত অ্যাকাউন্ট থেকে প্রচারিত গুজবের বিষয়ে গত ১৯ জুন ফ্যাক্ট-স্টোরি প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। 

সুতরাং, ২০২৪ সালের ০৫ আগস্টের বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রী চুং সাং মার্কোং এর হাতে ফাইল পৌঁছে দেয়ার মুহূর্ত দাবিতে দুবাই এক্সপো পার্কে সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমির সাক্ষাতের ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

  • China Daily: Website News 
  • Rumor Scanner: Fact Story 
  • Rumor Scanner’s analysis  

আরও পড়ুন

spot_img