চাঁদা না দেওয়ায় হাসপাতালে বিএনপির হামলায় জোড়া খুনের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের

সম্প্রতি, ১০ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় ঠাকুরগাঁওয়ে একটি প্রাইভেট হাসপাতালে ভয়াবহ হামলা চালিয়ে দু’জনকে নির্মমভাবে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসীরা – এই দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যনার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় বরং, এটি ভারতের পাঞ্জাবের একটি হাসপাতালের গত এপ্রিলের ঘটনা। রাজ্যটির মুকান্দপুর গ্রামে অবৈধ খননকে কেন্দ্র করে প্রথমে গ্রামে এবং পরে হাসপাতালে সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত ঘটনাকে সামাজিক মাধ্যমে বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে একটি প্রাইভেট হাসপাতালে ১০ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় বিএনপি কর্তৃক দু’জনকে হত্যা করার দাবিতে প্রচার করা হয়েছে। তাছাড়া, ঠাকুরগাঁওয়ে সম্প্রতি এমন কোনো ঘটনার তথ্য খুঁজে পাওয়া যায়নি।

এই বিষয়ে অনুসন্ধানে ভারতের পাঞ্জাব রাজ্যের পাতিয়ালা শহর ভিত্তিক একটি স্থানীয় অনলাইন সংবাদ প্ল্যাটফর্ম ‘Patiala City Live’ নামক ফেসবুক পেজে গত ১২ এপ্রিল আপলোডকৃত আলোচিত ভিডিওটির একটি দীর্ঘ সংষ্করণ খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় সংবাদ চ্যানেল নিউজএক্স -এর ‘NewsX Live’ ইউটিউব চ্যানেলে গত ১৩ এপ্রিল ‘Violence at Punjab Hospital: 11 Injured, Staff Attacked in Derabassi | NewsX Report’ ক্যাপশনে ঘটনাটির বিষয়ে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Comparison: Rumor Scanner

সংবাদ প্রতিবেদনটি থেকে জানা যায়, পাঞ্জাবের ডেরাবাসির মুকান্দপুর গ্রামে অবৈধ খনন বা খনিজ উত্তোলনকে কেন্দ্র করে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের লোকজন আহত হন। আহতদের চিকিৎসার জন্য ডেরাবাসি সিভিল হাসপাতালে নিয়ে আসা হলে, হাসপাতালের ভেতরেই উভয় পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে, এমনকি চিকিৎসা সরঞ্জাম দিয়ে একে অপরকে আক্রমণ করে।

এছাড়া, ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এর ইউটিউব চ্যানেল ও দ্য টাইমস অব ইন্ডিয়া এর ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকেও প্রায় একই তথ্য জানা যায়।

তাছাড়া, সম্প্রতি ঠাকুরগাঁওয়ে হাসপাতালে  চাঁদা না পেয়ে বিএনপি কর্তৃক দুইজনকে খুন করার দাবির সপক্ষে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, ভারতের পাঞ্জাবের একটি হাসপাতালের সংঘর্ষের পুরোনো ঘটনাকে সম্প্রতি বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে একটি প্রাইভেট হাসপাতালে চাঁদা না পেয়ে বিএনপি কর্তৃক দু’জনকে হত্যা করা হয়েছে  দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img