কর্ণফুলী ইপিজেড হাসপাতালের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি

সম্প্রতি ‘নিয়োগ বিজ্ঞপ্তি কর্ণফুলী ইপিজেড হাসপাতাল(Karnaphuli EPZ Hospital) চাকরির সুযোগ!’ দাবিতে ‘BEPZA’ ও ‘EPZ Hospital’ এর লোগো যুক্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটির ছবির ক্যাপশন বিবরণীতে উল্লেখ করা হয়, যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে।✅ আবেদনের জন্য যা যা প্রয়োজন:

পূর্ণ জীবনবৃত্তান্ত (CV)
শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র
সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
আবেদন যেভাবে করবেন:
প্রয়োজনীয় ডকুমেন্টসহ আবেদন পাঠান এই ইমেইলে —
📧 [email protected]
🕒 আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: এখনই শুরু হয়েছে
আবেদন শেষ: ১০ জুলাই ২০২৫, দুপুর ১:০০ টা পর্যন্ত
বিঃদ্রঃ: সময়মতো আবেদন করুন। অসম্পূর্ণ বা বিলম্বিত আবেদন গ্রহণযোগ্য নয়।
📌 একটি সুশৃঙ্খল পেশাগত পরিবেশে কাজ করার দারুণ সুযোগ!

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, Bangladesh Export Processing Zones Authority (BEPZA) এর লোগো সম্বলিত প্রচারিত কর্ণফুলী ইপিজেড হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তিটি BEPZA  কর্তৃপক্ষ প্রকাশ করেনি বরং, আর্থিক প্রতারণার উদ্দেশ্যে কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কর্ণফুলী ইপিজেড হাসপাতালের নাম ব্যবহার করে প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানের শুরুতেই কথিত নিয়োগ বিজ্ঞপ্তির ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের সময় হিসেবে ০১ জুলাই, ২০২৫ উল্লেখ রয়েছে এবং ছবির উপরে ‘BEPZA’ ও ‘EPZ Hospital’ এরর লোগো যুক্ত আছে।

এছাড়াও, আগ্রহী প্রার্থীদের ১০ জুলাই ২০২৫ এর মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ কর্ণফুলী ইপিজেডের নির্বাহী পরিচালক বরাবর ‘[email protected]’ জিমেইল আবেদন করতে বলা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তিটি Bangladesh Export Processing Zones Authority (BEPZA) এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে কিনা তা জানতে BEPZA এর ওয়েবসাইট পর্যবেক্ষণ করে দেখেছে রিউমর স্ক্যানার টিম। তবে হেল্প ডেস্ক/তথ্য প্রদানকারী, রিপোর্ট ডেলিভারী কাউন্টার, ফ্রন্ট ডেস্ক অফিসার ও  রিসিপশন/অনুসন্ধানে নিয়োগের কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সন্ধান মেলেনি।

তবে, BEPZA এর ওয়েবসাইটে Karnaphuli Export Processing Zone এ গত ০৩ জুন প্রকাশিত ও আগামী ১০ জুলাই আবেদনের শেষ সময়েরএকটি নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। তবে এটি চুক্তিভিত্তিক প্রধান চিকিৎসা কর্মকর্তা ও গাইনোকোলজিষ্ট ও অবস নিয়োগের বিজ্ঞপ্তি। 

Screenshot: BEPZA Website 

উক্ত বিজ্ঞপ্তি ও প্রচারিত বিজ্ঞপ্তি পর্যবেক্ষণ করে দেখা যায়, উভয় বিজ্ঞপ্তিতে ‘সূত্রঃ ০৩.০৬.১৫৬৫.৩৩৫.১১.০০১,২৫/৩৪০৯’, আবেদন আহ্বান ও শর্তাবলীর কিছু তথ্য এবং কথিত বিজ্ঞপ্তিতে ভিন্ন জায়গায় থাকা কর্ণফুলী ইপিজেডের নির্বাহী পরিচালক মসিহউদ্দিন বিন মেসবাহ এর স্বাক্ষরে মিল রয়েছে। মূলত, এই বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য ও স্বাক্ষর সংগ্রহ করে করে আলোচিত কথিত বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়েছে। 

সুতরাং, ‘কর্ণফুলী ইপিজেড হাসপাতালহাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি’ দাবিতে ‘BEPZA’ ও ‘EPZ Hospital’ এর লোগো সম্বলিত একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ বানোয়াট।

তথ্যসূত্র

  • Bangladesh Export Processing Zones Authority (BEPZA) – Website 

আরও পড়ুন

spot_img