ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল দাবিতে বগুড়ার পুরোনো মিছিলের ভিডিও প্রচার

সকল ধরনের দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল সংখ্যক জনবল নিয়ে বিক্ষোভ মিছিল করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ইনস্টাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এটি ব্রাহ্মণবাড়িয়ারও নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে বগুড়া জেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিক্ষোভ মিছিলের পুরোনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার মিছিলের ব্যানারে ‘আয়োজনে: বাংলাদেশ আওয়ামী লীগ, বগুড়া জেলা শাখা’ শীর্ষক লেখাটি দেখতে পায়। 

Screenshot: Facebook 

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিনের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৩০ জুলাই বগুড়া জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ | Bogura Zila Awami League শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Comparison by Rumor Scanner 

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত বিক্ষোভ মিছিলের ভিডিও সাথে উক্ত বিক্ষোভ মিছিলের সামনের সারিতে থাকা ব্যক্তি এবং মিছিলের ব্যানারের ‍হুবহু মিল রয়েছে। উক্ত ভিডিওর ব্যানার এবং শিরোনামে থেকে জানা যায়, এটি বগুড়া জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের  ভিডিও। ভিডিওটির বিস্তারিত বিবরণীতে উল্লেখ করা হয়, সেদিন ‘বিএনপি সংঘটিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে বগুড়া জেলা আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজন করে। 

উক্ত ভিডিওটি ছাড়াও রফি নেওয়াজ খান রবিনের ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করে সেদিনের মিছিলের কয়েকটি ছবিসহ প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Facebook

এছাড়াও পরবর্তীতে ভিডিওটিতে দেখতে পাওয়া ‘মরিয়ম ফল ভান্ডার’ নামের দোকানটি সূত্র ধরে গুগল ম্যাপের সহায়তায় জিওলোকেশন বিশ্লেষণের মাধ্যমে দেখা যায়, প্রচারিত মিছিলের ভিডিওটি বগুড়া শহরের সাতমাথা এলাকায় ধারণ করা হয়েছিল। 

Comparison by Rumor Scanner 

সুতরাং, ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের সাম্প্রতিক বিক্ষোভ মিছিলের ভিডিও দাবিতে বগুড়া জেলা আওয়ামী লীগের পুরোনো মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img