সম্প্রতি বাংলাদেশী অভিনেত্রী শবনম ফারিয়া দাবিতে একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো শবনম ফারিয়ার নয় বরং, একজন ভারতীয় ডিজিটাল ক্রিয়েটরের ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে অভিনেত্রী শবনম ফারিয়ার ফেসবুক পেজ ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট যাচাই করে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, arjohi নামক ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ২৪ জুন থেকে ০২ জুলাই প্রকাশিত একাধিক পোস্টে কিছু ছবি (১, ২, ৩) খুঁজে পাওয়া যায়। উক্ত ছবিগুলোর সাথে আলোচিত ছবিগুলোর আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।
ছবিগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, প্রচারিত ছবির সাথে এসব ছবিতে থাকা ব্যক্তির পোশাক, অঙ্গভঙ্গি ও পারিপার্শ্বিক সবকিছুর মিল রয়েছে কিন্তু উভয় ছবিতে থাকা নারীদের চেহারা ভিন্ন।

ছবিগুলো পর্যবেক্ষণ করে প্রতীয়মান হয়, আর্জহী নামক নারীর ছবিগুলোতে তার মুখমণ্ডলের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় শবনম ফারিয়ার মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে।
তাছাড়া, অভিনেত্রী শবনম ফারিয়া তার ফেসবুক পেজে গত ০৩ জুলাই একটি পোস্টের মাধ্যমে জানান, প্রচারিত ছবিগুলোতে থাকা ব্যক্তি তিনি নন, ছবিগুলো সম্পাদিত। উক্ত পোস্টে তিনি ভারতের কলকাতা ভিত্তিক ডিজিটাল ক্রিয়েটর আর্জহীর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের লিংক যুক্ত করেন দেন।

সুতরাং, অভিনেত্রী শবনম ফারিয়ার ছবি দাবিতে প্রচারিত ছবিগুলো সম্পাদিত।
তথ্যসূত্র
- Sabnam Faria – Facebook Page
- Sabnam Faria – Instagram Account
- arjohi – Instagram Post (1, 2, 3)
- Sabnam Faria – Facebook Post