বাংলাদেশে বৃদ্ধকে প্রকাশ্যে মারধরের ভিডিও দাবিতে ভারতের ভিডিও প্রচার

সম্প্রতি, “বাংলাদেশের সর্বসাধারণের কাছে একটি প্রশ্ন এর নামি”ই কি দেশ চালানো👇” ক্যাপশনসহ ভিন্ন ভিন্ন ক্যাপশনে এক বৃদ্ধকে প্রকাশ্যে মারধরের সাম্প্রতিক দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বৃদ্ধকে প্রকাশ্যে মারধরের ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। বরং, ২০২১ সালে ভারতের অন্ধ্রপ্রদেশে প্রকাশ্যে এক বৃদ্ধকে মারধরের দৃশ্যকে সাম্প্রতিক সময়ে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি থেকে প্রাপ্ত ইমেজ রিভার্স সার্চের মাধ্যমে ভারতীয় সংবাদমাধ্যম India Today এর ওয়েবসাইটে ২০২১ সালের ২৪ নভেম্বর “TDP worker thrashed on camera, party blames ruling YSRCP” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়। 

Image Comparison by Rumor Scanner 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সেসময় অন্ধ্র প্রদেশের ওয়াইএসআর কংগ্রেস পার্টি (ওয়াইএসআরসিপি) সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে তেলুগু দেশম পার্টি (টিডিপি)। টিডিপি দাবি করেছে , মারধরের শিকার ব্যক্তি তাদের দলের (টিডিপি) কর্মী, ওয়াইএসআরসিপি সদস্যরা তাকে মারধর করেছে। 

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে একই তারিখে আলোচিত বিষয়ে Ashish নামক ভারতীয় এক সাংবাদিকের এক্স পোস্ট খুঁজে পাওয়া যায়। একই ভিডিও প্রকাশ করে তিনি ক্যাপশনে লিখেছেন, “ভারতের অন্ধ্রপ্রদেশে সাঈদা নামে এক ব্যক্তিকে শিবা রেড্ডি ও অন্যরা নির্মমভাবে মারধর করছে—এমন একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। বিরোধী দল তেলুগু দেশম পার্টি (টিডিপি) অভিযোগ করেছে, হামলাকারীরা ওয়াইএসআরসিপি দলের সঙ্গে যুক্ত। তবে পুলিশ বলেছে, এটি একটি জমি-সংক্রান্ত বিরোধ। অভিযুক্ত সবাই পলাতক রয়েছে।” (অনূদিত) 

উক্ত তথ্যের সূত্র ধরে একই বিষয়ে অন্ধ্রপ্রদেশের পালনাড়ু জেলা পুলিশের এক্স একাউন্টে প্রকাশিত পোস্ট খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম। পালনাড়ু জেলা পুলিশের বক্তব্য পর্যালোচনায় দেখা যায়, তুম্মলচেরুভু টোল প্লাজার কাছে সাঈদার ওপর হামলার ঘটনায় FIR নম্বর 651/21 অনুযায়ী সেসময় মামলা রুজু করা হয়েছে। 

অর্থাৎ, এ থেকে নিশ্চিত যে এটি বাংলাদেশের কোনো ঘটনার ভিডিও নয়। 

সুতরাং, ২০২১ সালে ভারতের অন্ধ্রপ্রদেশে প্রকাশ্যে এক বৃদ্ধকে মারধরের দৃশ্যকে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ঘটনা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

  • India Today: Website News 
  • Ashish: X Post 
  • PALNADU DISTRICT POLICE: X Post 

আরও পড়ুন

spot_img