সম্প্রতি ‘নেদারল্যান্ডস ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে বাংলাদেশ জুলাই আন্দোলন এবং পাঁচ আগস্টের তদন্তের প্রকাশ রিপোর্ট হাতে পেয়েছি। রিপোর্টের কপি আমার হাতে সহ সৌদি রাষ্ট্রদূত, ব্রিটিশ রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত,এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের হাতে প্রেরন করা হয়েছে।…..’ দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের জুলাই আন্দোলন এবং পাঁচ আগস্ট বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি বরং, ASDA’A Burson-Marsteller দ্বারা পরিচালিত ‘Arab Youth Survey 2018’ উন্মোচনের পুরোনো ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে Entrepreneur Media এর মধ্যপ্রাচ্যের সংস্করণে ২০১৮ সালের ১৩ মে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

প্রতিবেদন সূত্রে জানা যায়, ছবিটি বিশ্বব্যাপী জনসংযোগ পরামর্শদাতা প্রতিষ্ঠান ASDA’A Burson-Marsteller দ্বারা পরিচালিত মধ্যপ্রাচ্যের যুবদের বার্ষিক জরিপ, ‘Arab Youth Survey 2018’ উন্মোচনের দৃশ্যের।
একই বিষয়ে সৌদি আরবের গণমাধ্যম Al Arabiya এর ইংরেজি সংস্করণে ২০১৮ সালের ০৮ মে প্রকাশিত প্রতিবেদনে একই চিত্র ও তথ্য খুঁজে পাওয়া যায়।
এছাড়া, আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইট পর্যবেক্ষণ করে বাংলাদেশের ২০২৪ সালের জুলাই আন্দোলন এবং পাঁচ আগস্ট বিষয়ে প্রকাশিত কোনো তদন্ত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য, Tamanna Akhter Yesman নামে পরিচালিত এই ফেসবুক অ্যাকাউন্টটি ভুয়া। সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম আল হাশিমিরর ছবি ব্যবহার করে এই ভুয়া অ্যাকাউন্ট থেকে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক প্রভাব তৈরির চেষ্টা নিয়ে গত ১৯ জুন বিস্তারিত ফ্যাক্টস্টোরি প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, জুলাই আন্দোলন এবং পাঁচ আগস্ট বিষয়ে আইসিসির তদন্ত প্রতিবেদন হাতে সৌদি আরব-ব্রিটেন-যুক্তরাষ্ট্র-সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতদের সাথে এক নারীর ছবি দাবিতে ‘Arab Youth Survey 2018’ উন্মোচনের ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Entrepreneur Media – UAE Emerges As The Top Country Of Choice For Region’s Youth: Arab Youth Survey
- Al Arabiya – Survey: How young Arabs look at the decade ahead, terrorism and society
- International Criminal Court – Website