শেখ হাসিনা ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আইসিসির বৈঠক নয়, ভিডিওটি ইপি প্রেসিডেন্ট রবার্টা মেটসোলার আইসিসি পরিদর্শনের

সম্প্রতি ‘জুলাই আন্দোলন এবং ৫ আগস্টের সন্ত্রাসী হত্যা হামলা সহ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মামলা এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সরাসরি বৈঠকে বসেছেন নেদারল্যান্ডস ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট…..’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নেদারল্যান্ডসে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের বৈঠকের নয় বরং, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলার আন্তর্জাতিক অপরাধ আদালতে (ICC) এ আইসিসির প্রেসিডেন্ট বিচারক পিওতর হফমান্সকি এর সাথে সাক্ষাতের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ইউরোপীয় ইউনিয়নের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। উক্ত বিজ্ঞপ্তিতে যুক্ত ভিডিওটির সাথে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

Comparison: Rumor Scanner 

প্রেস বিজ্ঞপ্তিটি থেকে জানা যায়, ২০২৩ সালের ৩০ মার্চ ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলার আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) পরিদর্শন করেন। এসময় তিনি ICC-এর প্রেসিডেন্ট বিচারক পিওতর হফমান্সকি এবং ICC প্রসিকিউটর করিম এএ খান কেসির সাথে দেখা করেন।

আন্তর্জাতিক অপরাধ আদালতের এক্স হ্যান্ডেলে ২০২৩ সালের ৩০ মার্চ প্রকাশিত একটি ভিডিও ও এর ক্যাপশন থেকেও একই চিত্র ও তথ্য পাওয়া যায়৷ 

অন্যদিকে, পূর্বে সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রীম আল হাশেমীর ছবি ব্যবহার করে তামান্না আক্তার ইয়াসমিন নামের এক নারীর আওয়ামী লীগের হয়ে আন্তর্জাতিক মহলে প্রভাবশালী ভূমিকা পালনের ভুয়া দাবি করা হলে এ বিষয়ে রিউমর স্ক্যানার ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর একটি ফ্যাক্টচেক প্রতিবেদনে প্রকাশ করে।

সুতরাং, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের বৈঠকের ভিডিও দাবিতে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলার আন্তর্জাতিক অপরাধ আদালত পরিদর্শনের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

  • European Parliament – Website
  • International Criminal Court – X Post 

আরও পড়ুন

spot_img