জার্মানির অ্যাঞ্জেলা মার্কেলের সাথে শেখ হাসিনার সৌজন্য সাক্ষাতের জন্যে আবেদনপত্র দেওয়ার দাবিতে ভিন্ন ঘটনার ছবি প্রচার

সম্প্রতি, ভারতে আশ্রিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির প্রেসিডেন্ট অ্যাঞ্জেলা মার্কেলের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে চেয়ে ভারতে অবস্থানরত জার্মানের কনস্যুলেট প্রধান ডিম্তাতে কোর্তফার কাছে আবেদনপত্র দিয়েছেন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত ছবি সম্বলিত পোস্টটিতে আরও দাবি করা হয়, আগামী ১ জুন অ্যাঞ্জেলা মার্কেল ভারত সফরে আসবেন এবং ২ জুন ভারতের নয়া দিল্লিতে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দ্রাবাদ হাউসে তাদের সাক্ষাৎ হবে। 

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, অ্যাঞ্জেলা মার্কেলের সাথে শেখ হাসিনার সাক্ষাতের আবেদন জানিয়ে পত্র দেওয়ার তথ্যটি সঠিক নয়। এছাড়াও ভারতে অবস্থিত জার্মানির কোনো কনস্যুলেটে ডিম্তাতে কোর্তফা নামে কোনো কনস্যুলেট প্রধান নেই। প্রকৃতপক্ষে, আফ্রিকান রাজনীতিবিদ ও মালির বামাকো শহরের ফুটবল ক্লাব স্টেড ম্যালিয়েনের সভাপতি বোকারি সিদিবের সাথে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমীর তোলা একটি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে জানা যায়, জার্মানির বর্তমান ফেডারেল প্রেসিডেন্টের নাম ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টাইনমায়ার। অপরদিকে অ্যাঞ্জেলা মার্কেল ছিলেন জার্মানির ফেডারেল চ্যান্সেলর। তিনি ২০০৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। জার্মানির বর্তমান চ্যান্সেলরের নাম ফ্রিডরিখ মের্জ। তিনি গত ৬ মে চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করেন। তবে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমেই উপরের কোনো ব্যক্তির আগামী ২ জুন ভারত সফরের কোনো তথ্য পাওয়া যায়নি।

অর্থাৎ, আলোচিত পোস্টটিতে অ্যাঞ্জেলা মার্কেলের ভারত সফর এবং এখনো তার জার্মানির প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকার দাবিগুলো মিথ্যা।

পরবর্তীতে আলোচিত ছবিটির বিষয়ে অনুসন্ধানে মালির গণমাধ্যম Mali Web-এর ওয়েবসাইটে ২০২৩ সালের ৮ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Image Comparison by Rumor Scanner 

প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, ‍উক্ত প্রতিবেদনের একটি অংশে আলোচিত পোস্টটিতে শেখ হাসিনার আবেদনপত্র জমা দেওয়ার দৃশ্য দাবিতে প্রচারিত ছবি রয়েছে। প্রতিবেদনটি থেকে জানা যায়, ছবিটিতে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমী পাশে কোলন নামের একজন আফ্রিকান রাজনীতিবিদকে দেখা যাচ্ছে। 

এছাড়াও প্রতিবেদনটি থেকে জানা যায়, সেসময়ে আসন্ন COP-28 বৈশ্বিক জলবায়ু সম্মেলন এবং দুবাইয়ের এক্সপো সিটি বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমীর জ্যুন আফ্রিক নামের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার নিয়ে উক্ত প্রতিবেদনটি করা হয়েছে। সাক্ষাৎকারে তিনি আফ্রিকার সঙ্গে সম্পর্ক নিয়ে একটি নতুন ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথা বলেন।

পরবর্তীতে কোলন নামের ‍উক্ত রাজনৈতিক ব্যক্তিত্বের সম্পর্কে জানতে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মালির আরেকটি গণমাধ্যমে তার প্রোফাইল সংক্রান্ত একটি পেজ খুঁজে পাওয়া যায়। যেখান থেকে জানা যায়, কোলনের আসল নাম বোকারি সিদিবে। তবে তিনি কোলন নামেই বেশি পরিচিত। পাশাপাশি জানা যায়, তিনি মালির বামাকো শহরের ফুটবল ক্লাব স্টেড ম্যালিয়েনের সভাপতি। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, তিনি সংযুক্ত আরব আমিরাতে মালির রাষ্ট্রদূত ছিলেন।

সর্বপরি ভারতে অবস্থানরত জার্মানির কনস্যুলেটে ডিম্তাতে কোর্তফা নামে কোনো প্রধান আছেন কিনা জানতে ভারতের জার্মান মিশনের ওয়েবসাইট পর্যালোচনা করে দেখা যায়, ভারতে জার্মানির ৫ টি কনস্যুলেট এবং ২ টি সম্মানসূচক কনসাল রয়েছে। তবে এসবের কোনোটিতেই ডিম্তাতে কোর্তফা নামে কোনো ব্যক্তি কনস্যুলেট প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন না।

সুতরাং, জার্মানির প্রেসিডেন্ট অ্যাঞ্জেলা মার্কেলের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে চেয়ে শেখ হাসিনার আবেদনপত্র দেওয়ার দাবিতে আফ্রিকান রাজনীতিবিদের সাথে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী সাক্ষাতের ছবি প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img