শেখ হাসিনার সঙ্গে ব্যক্তিগত আলোচনার জন্য ‘তামান্না’ নামের কথিত নারীর ভারত সফরের বিষয়টি বানোয়াট

সম্প্রতি ‘Tamanna Akhter Yesman’ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে পুলিশি পাহারায় একটি গাড়িবহরের ভিডিও প্রচার করে দাবি করা হয়, এটি তামান্না নামে এক নারীর ভারতে শেখ হাসিনার বাসভবনে ব্যক্তিগত আলোচনার জন্য যাওয়ার দৃশ্য। একই ক্যাপশনসহ অন্যান্য ফেসবুক আইডি থেকেও এই ভিডিও প্রচারিত হয়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানেএখানেএখানে

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে



ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি ভারতে শেখ হাসিনার বাসভবনে ব্যক্তিগত আলোচনার জন্য ‘তামান্না’ নামের কথিত নারীর যাওয়ার দৃশ্যের নয় বরং ভিডিওটি ২০১৫ সালে ইন্দোনেশিয়ার তৎকালীন রাষ্ট্রপতির মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরের সময় গাড়িবহরের দৃশ্য।

এ বিষয়ে অনুসন্ধানে, ‘Amir Azhar’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি প্রকাশিত একই ভিডিওর দীর্ঘ সংস্করণ পাওয়া যায়। ভিডিওটির বর্ণনা থেকে জানা যায়, এটি ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ার তৎকালীন রাষ্ট্রপতি জোকো উইদোদোর মালয়েশিয়ার কুয়ালালামপুরে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেওয়ার পর শাংরি-লা হোটেলে ফেরার দৃশ্য।

পরবর্তীতে, মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারে একই দিন প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ইন্দোনেশিয়ার তৎকালীন রাষ্ট্রপতি জোকো উইদোদো ২০১৫ সালে তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় এসে রাজা তুয়াংকু আবদুল হালিম মুআদজাম শাহ ও রানি তুয়াংকু হাজাহ হামিনাহের আমন্ত্রণে তাঁর স্ত্রী ইরিয়ানার সঙ্গে কুয়ালালামপুরের ইস্তানা নেগারায় রাষ্ট্রীয় নৈশভোজে অংশগ্রহণ করেন।

এছাড়া, ‘তামান্না আক্তার ইয়াসমিন’ নামে আলোচিত ফেসবুক প্রোফাইলটিও ভুয়া। রিউমর স্ক্যানারের পূর্ববর্তী এক প্রতিবেদন থেকে জানা যায়, একই নামে একটি প্রোফাইল থেকে আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ভুয়া দাবি করা হচ্ছিল। সেই প্রোফাইলটি মূলত সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম আল হাশেমির ছবি ব্যবহার করে পরিচালিত হচ্ছিল। আলোচিত প্রোফাইলটিও একই কৌশলে পরিচালিত হচ্ছে।


সুতরাং, ২০১৫ সালে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির মালয়েশিয়া সফরের একটি ভিডিও ব্যবহার করে ভারতে শেখ হাসিনার বাসভবনে ‘তামান্না’ নামের কথিত নারীর ব্যক্তিগত আলোচনার জন্য ভারত সফরের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Rumor Scanner’s analysis.
Amir Azhar: YouTube Video 
The Star: King hosts banquet for President Jokowi

আরও পড়ুন

spot_img