সম্প্রতি ‘ভার’তকে হো’গামা’রা দিয়ে চা’য়’না পা’কি’স্তা’ন বর্ডারে সম্মিলিত নাচের আয়োজন করেছে চা’য়’না পা’কি’স্তা’ন সেনা’বাহিনী। এমন ভাবে অপ”মান করছে তাও আবার ভার’তীয় হি’ন্দি গান বাজিয়ে।।’ শিরোনামে পাক-ভারত সংঘাতের পর চীনা ও পাকিস্তানি সেনাবাহিনীর সম্মিলিত নাচ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে পাক-ভারত সংঘাতের পর চীনা ও পাকিস্তানি সেনাবাহিনীর সম্মিলিত নাচের নয়। বরং ২০১৮ সালে পাকিস্তান-চীন সীমান্ত গেটে পাকিস্তানি ও চীনা সীমান্তরক্ষী বাহিনীর নাচের ভিডিওকে সম্প্রতি আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ২০১৮ সালের ১৯ নভেম্বর ‘The CPEC’ নামক ফেসবুক পেজে ‘Pakistani and Chinese Border Guard Troops dancing at Khunjerab Pass Pakistan-China Border Gate’ শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

পরবর্তী অনুসন্ধানে ‘Jojo Aigner’ নামক ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ২৬ অক্টোবরে ‘Pakistani And Chinese Soldiers Dancing Together | S1 E43’ শীর্ষক প্রকাশিত ২৫ মিনিট ৩২ সেকেন্ড সময়ের মুল ভিডিওটি (ভ্লগ) খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, সাম্প্রতিক দাবিতে প্রচারিত ভিডিওটি সম্প্রতি ধারণকৃত কোনো দৃশ্যের নয় বরং পাক-ভারত সংঘাতের অনেক আগে থেকেই ইন্টারনেটে রয়েছে।
সুতরাং, ২০১৮ সালে পাকিস্তান-চীন সীমান্ত গেটে পাকিস্তানি ও চীনা সীমান্তরক্ষী বাহিনীর নাচের ভিডিওকে সাম্প্রতিক পাক-ভারত সংঘাত পরবর্তী সময়ের দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র