সেনাশাসিত সরকারই দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে শীর্ষক মন্তব্য করেননি ইকবাল করিম ভুঁইয়া, ফেস দ্যা পিপলের নামে ভুয়া ফটোকার্ড

সম্প্রতি সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়ার মন্তব্য দাবিতে ‘ড. ইউনুস দেশ ছাড়ার প্রস্তুতি নিয়ে সঠিক কাজটি করেছেন সেনাশাসিত সরকারই বর্তমান বাংলাদেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে সেনা অভুত্থান এর জন্য সবাই তৈরী থাকুন।’ শীর্ষক শিরোনামে অনলাইন সংবাদ মাধ্যম ফেস দ্যা পিপল নিউজের লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানেএখানেএখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. ইউনুস দেশ ছাড়ার প্রস্তুতি নিয়ে সঠিক কাজটি করেছেন সেনাশাসিত সরকারই বর্তমান বাংলাদেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে সেনা অভুত্থান এর জন্য সবাই তৈরী থাকুন।’ শিরোনামে ফেস দ্যা পিপল কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে গণমাধ্যমটির ডিজাইন নকল করে ভুয়া দাবিটি প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ফেস দ্যা পিপল নিউজের লোগো এবং এটি প্রকাশের তারিখ ২৩ মে, ২০২৫ উল্লেখ রয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে ফেস দ্যা পিপলে নিউজের ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইটেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, পর্যবেক্ষণে আলোচিত দাবির ফটোকার্ডটির ফন্ট এবং কালার গ্রেডিংয়ের সাথে ফেস দ্যা পিপলের প্রচলিত ফটোকার্ডের ফন্ট এবং কালার গ্রেডিংয়ের পার্থক্য লক্ষ্য করা যায়।

এ বিষয়ে জানতে ফেস দ্যা পিপলের প্রধান সম্পাদক সাইফুর সাগরের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, ফেস দ্যা পিপল এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি।

অর্থাৎ, ফেস দ্যা পিপলের ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

ইকবাল করিম ভুঁইয়া ফেসবুকে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে নিয়মিতই বিভিন্ন বিষয়ে পোস্ট করে আসছেন। গতকালই (২৩ মে) তিনি এক পোস্টে লিখেন, “১/১১-এর পুনরাবৃত্তি চাই না। এরূপ অসাংবিধানিক কর্মকাণ্ডে সেনাবাহিনী অতীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে আরও ভোগান্তি ডেকে আনা ঠিক হবে না।” এ নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে। তবে আলোচিত দাবিতে তার ফেসবুক অ্যাকাউন্টে কোনো পোস্ট বা মন্তব্য পাওয়া যায়নি। দেশের গণমাধ্যমগুলোতেও উক্ত দাবির বিষয়ে কোনো তথ্য মেলেনি।

সুতরাং, ‘ড. ইউনুস দেশ ছাড়ার প্রস্তুতি নিয়ে সঠিক কাজটি করেছেন সেনাশাসিত সরকারই বর্তমান বাংলাদেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে সেনা অভুত্থান এর জন্য সবাই তৈরী থাকুন।’ শীর্ষক শিরোনামে ফেস দ্যা পিপলের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Rumor Scanner’s own analysis

আরও পড়ুন

spot_img