সমতার দাবিতে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে গত ১৬ মে ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ কর্মসূচি আয়োজিত হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, মূলত নারীদের সমঅধিকার প্রতিষ্ঠার দাবিতে এই কর্মসূচি। পাশাপাশি নারীদের প্রতি অবহেলা, অবজ্ঞা ও নির্যাতনের বিরুদ্ধে দীপ্ত প্রতিবাদ জানাতেও এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচি শুরুর আগে ঢাকার শাহবাগে ২০১৩ সালের গণজাগরণ মঞ্চের সংগঠক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেত্রী লাকী আক্তারকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টার প্রচার করা হয়েছে যেখানে লেখা রয়েছে, “শাহবাগের অগ্নিকন্যা লাকী আক্তারের আহ্বানে ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’য় যোগ দিন | সমতার দাবিতে আমরা ঐক্যবদ্ধ”। লাকি আক্তারকে উদ্দেশ্য করে উক্ত পোস্টারটি সংযুক্ত করে “…ইসলাম ও দেশবিরোধী অপশক্তি কিভাবে এই ধরনের প্রোগ্রাম ডাকার সাহস পায়? আইনশৃঙ্খলা বাহিনী কেন নীরবতা অবলম্বন করছে?” সহ একাধিক ক্যাপশনে পোস্টারটি ফেসবুকে প্রচার করা হয়েছে। অর্থাৎ, দাবি করা হয়েছে যে উক্ত কর্মসূচি লাকি আক্তারের আহ্বানে অনুষ্ঠিত হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত পোস্টারটি ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’র আয়োজক কর্তৃক প্রকাশিত কোনো আসল পোস্টার নয় এবং কর্মসূচিটিও লাকি আক্তারের আহ্বানের প্রেক্ষিতে অনুষ্ঠিত হয়নি। কর্মসূচিটি একক কোনো ব্যক্তি বা সংগঠনের আহ্বানেও আয়োজিত হয়নি বরং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও নারী অধিকার সংগঠনসমূহের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘মৈত্রী যাত্রা’ নামে একটি ফেসবুক পেজ খুঁজে পাওয়া যায় যারা এ বিষয়ে তাদের পেজ থেকে একটি ইভেন্ট তৈরি করেছে। ইভেন্টটির বর্ণনায় গত ১৬ মে তারিখ ও ঢাকার মানিক মিয়া এভিনিউকে স্থান হিসেবে উল্লেখ করে বলা হয়, ন্যায়, বৈষম্যবিরোধিতা, সমমর্মিতা এবং সকলের সম্মিলিত মুক্তির চেতনার ভিত্তিতে উক্ত কর্মসূচিটি আয়োজন। এছাড়াও বর্ণনায় নানা আন্দোলনে নারীসহ নানা পরিচয়ের মানুষের অংশগ্রহণ ও অবদানের বিষয়েও উল্লেখ করা হয়।
উক্ত ইভেন্টটির ডিসকাশনে গত ১৪ মে তারিখে ‘মৈত্রী যাত্রা’ ফেসবুক পেজ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ হতে দেখা যায় যেখানে বলা হয়, “..মৈত্রীযাত্রার লক্ষ্য হচ্ছে নারী অধিকার সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি, চরমপন্থা ও প্রতিক্রিয়াশীলতার বাইরে গিয়ে সংলাপের পরিসর তৈরি করা, এবং নারী ও প্রান্তিকজনের অধিকারের প্রশ্নে সরকার ও রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করা। তার থেকেও বড় একটি লক্ষ্য হচ্ছে নারী এবং বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়কে জানানো যে আমরা কেউ একা নই। আমরা নিত্যদিন হয়তো পথে নামি না, কিন্তু আমরা আছি, আমাদের নিত্যদিনের লড়াই অব্যাহত রয়েছে। আমরা আমাদের প্রাপ্য অধিকারের জন্য লড়ে যাব; কারণ, মানুষ হিসেবে সমান সুযোগ তথা সমঅধিকার আর সমমর্যাদা আমাদের সকলের ন্যূনতম প্রাপ্য।…”
উক্ত ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করলে গত ১৪ মে তারিখে ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন’ বিষয়েও একটি পোস্ট করা হয়। পোস্টটিতে সংযুক্ত একটি ছবিতে ‘মৈত্রী যাত্রার অর্গানাইজার কারা?’ এমন প্রশ্নের জবাবে বলা হয়, ‘আমরা একটি সম্মিলিত শক্তি। আমাদের সাথে কোনো রাজনৈতিক পরিচয়বিহীন নারীরা যেমন যুক্ত হয়েছেন, তেমনই আছেন তারা, যারা দীর্ঘ সময় ধরে নারী অধিকারের জন্য লড়ে যাচ্ছেন। আছেন সর্বস্তরের নারীসমাজ, নারী অধিকার সংগঠনসমূহ, রয়েছেন মানবাধিকার-কর্মী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও অন্যান্য পেশাজীবী মানুষ। আছেন বিভিন্ন পরিচয়ের মানুষ- নারী, আদিবাসী জনগোষ্ঠী, বিভিন্ন ধর্মাবলম্বী, শ্রমজীবী মানুষ, দলিত নারী, প্রতিবন্ধী ব্যক্তিরা, গার্মেন্টস শ্রমিক, চা শ্রমিক, গৃহকর্মী, গৃহিণী, অবাঙালি, যৌনকর্মী, হিজড়া ও লিঙ্গবৈচিত্র্যময় সম্প্রদায় এবং আরও অনেকে। সামগ্রিকভাবে আমাদের সাংগঠনিক ব্যানার নেই, কারণ আমরা কোনো একক সংগঠন নই। আমরা মৈত্রীযাত্রার প্রয়োজনীয়তা অনুভব করে সমমনা নারীদের সাথে পরিচয়ের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছি।’
এছাড়াও, উক্ত ফেসবুক পেজে গত ১৫ মে তারিখে প্রচারিত একটি পোস্টে বলা হয়, “..তবে, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আবারও স্পষ্ট করতে চাই: মৈত্রী যাত্রার প্রতিনিধিত্ব কোনো একক প্রতিষ্ঠান, সংগঠন বা গোষ্ঠী করছে না, এবং মৈত্রী যাত্রা কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীর দ্বারাও পরিচালিত নয়।..”
এছাড়াও, উক্ত ফেসবুক পেজে উক্ত কর্মসূচির সাথে সংহতি জ্ঞাপন করা একাধিক সংগঠনের নামসহ একাধিক পোস্ট করা হয়েছে যেগুলোতে কর্মসূচিটির বিষয়ে পোস্টারেরও সংযুক্তি রয়েছে। তবে কোনো পোস্টে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটিতে প্রদর্শিত পোস্টারের বা আয়োজক হিসেবে লাকি আক্তারের নামের উল্লেখ পাওয়া যায়নি। বরং গত ১৫ মে উক্ত ফেসবুক পেজে দুইটি পোস্টারকে ‘Fake’ বা ভুয়া পোস্টার জানিয়ে একটি পোস্ট করা হয় যার মধ্যে আলোচিত পোস্টারটিও রয়েছে।

সুতরাং, “শাহবাগের অগ্নিকন্যা লাকী আক্তারের আহ্বানে ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’য় যোগ দিন” শীর্ষক পোস্টারটি ভুয়া এবং বানোয়াট।
তথ্যসূত্র
- মৈত্রী যাত্রা – Event : নারীর ডাকে মৈত্রী যাত্রা
- মৈত্রী যাত্রা – Facebook Post
- মৈত্রী যাত্রা – Facebook Post
- মৈত্রী যাত্রা – Facebook Post