সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি এবং জুলাই আন্দোলন শব্দদ্বয় যুক্ত ১০০ টাকার নোটের একটি ছবিকে বাস্তব নোট দাবি করে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবিযুক্ত একশো টাকার কোনো নোট বাংলাদেশ ব্যাংক ছাপায়নি বা ছাপানোর কোনো সিদ্ধান্তও নেয়নি। প্রকৃতপক্ষে, প্রচারিত নোটটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত নোটটি পর্যবেক্ষণ করে দেখা যায়, নোটটিতে লেখা রয়েছে “স্মারক নোট”৷ এছাড়া, নোটটিতে গভর্নরের স্বাক্ষর ও নম্বরও যুক্ত নেই।

পরবর্তীতে এই স্মারক নোট ছাড়ানো হয়েছে কি না এ বিষয়ে জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেইন খানের সাথে কথা বলেছে রিউমর স্ক্যানার। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ছবিযুক্ত কোনো নোট এমনকি স্মারক নোটও ছাপানো হয়নি বা ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি।
অর্থাৎ, প্রচারিত নোটটি ভুয়া।
সুতরাং, প্রধান উপদেষ্টার ছবি যুক্ত একশো টাকার কথিত স্মারক নোটকে বাস্তব নোট দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Bangladesh Bank- Website
- Statemant- Bangladesh Bank Spokesperson