শুক্রবার, মে 23, 2025

বাংলাদেশকে জড়িয়ে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের বরখাস্তের দাবিটি ভুয়া

গত ২ এপ্রিল, যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন ওয়াংয়ের সঙ্গে টেলিফোনে বৈঠক করেন প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান। অপরদিকে, যুক্তরাষ্ট্রের সম্মানজনক ‘মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন গত বছরের জুলাই-আগস্ট মাসের গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া নারী শিক্ষার্থীরা।

এই প্রেক্ষাপটে, ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করার পর অ্যালেক্স এন ওয়াং এবং নারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা মার্কিন কর্মকর্তা চাকরি হারিয়েছেন দাবিতে একটি তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

একই দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স ওয়াং এবং জুলাই-আগস্টের নারী আন্দোলনকারীদের পুরস্কার প্রদানকারী মার্কিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে শীর্ষক দাবিগুলো সত্য নয়। প্রকৃতপক্ষে, কট্টর ডানপন্থি অ্যাকটিভিস্ট লারা লুমারের সঙ্গে গত ২ এপ্রিল ট্রাম্পের বৈঠকের পর একাধিক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। তবে বরখাস্তদের মধ্যে অ্যালেক্স ওয়াং ছিলেন না। এছাড়া, বাংলাদেশের নারী আন্দোলনকারীদের মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে, একক কোনো কর্মকর্তা এই পুরস্কার প্রদানের তথ্য পাওয়া যায়নি। এছাড়া, এই ঘটনায় কোনো মার্কিন কর্মকর্তার বরখাস্ত হওয়ার তথ্যও পাওয়া যায়নি।

এই বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ এপ্রিল হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন কট্টর ডানপন্থি অ্যাকটিভিস্ট লারা লুমার। বৈঠকে তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ট্রাম্পের প্রতি আনুগত্যে ঘাটতির অভিযোগ তোলেন। এর জেরে অন্তত ছয়জন এনএসসি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। লুমারের দেওয়া এক ডজনেরও বেশি কর্মকর্তার তালিকায় শীর্ষ কর্মকর্তা অ্যালেক্স ওয়াংয়ের নাম থাকলেও তাকে বরখাস্ত করা হয়নি। তবে শুরু থেকেই  ওয়াং ছিলেন লুমারের অন্যতম প্রধান লক্ষ্য। ওয়াংয়ের স্ত্রী ক্যান্ডিস যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে কর্মরত এবং ৬ জানুয়ারির ক্যাপিটল হামলায় অভিযুক্তদের বিচারের কাজে জড়িত ছিলেন—এই কারণ দেখিয়ে লুমার প্রকাশ্যে  ওয়াংয়ের সমালোচনা করে আসছেন। এমনকি তিনি অভিযোগ করেছেন, ওয়াং চীনের কমিউনিস্ট পার্টির প্রতি সহানুভূতিশীল।

একই বিষয়ে সিএনএনের প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের উপ–জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স ওয়াং বুধবার বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে ছিলেন না। তবে, বৃহস্পতিবার এক হোয়াইট হাউস কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ওই দিনই ওয়াংকে বরখাস্ত করা হতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত তখনও নেয়া হয়নি।

এছাড়া, এখন পর্যন্ত বিশ্বস্ত কোনো সূত্র থেকে অ্যালেক্স ওয়াংয়ের বরখাস্তের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, গত বছরের জুলাই-আগস্ট মাসের গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া বাংলাদেশের নারী শিক্ষার্থীরা ‘মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে। এই পুরস্কার সরাসরি কোনো মার্কিন কর্মকর্তার তরফ থেকে দেওয়ার তথ্য পাওয়া যায়নি এবং এই পুরস্কার দেওয়ার কারণে কোনো মার্কিন কর্মকর্তার বরখাস্তের তথ্যও বিশ্বস্ত কোনো সূত্রে পাওয়া যায়নি।

সুতরাং, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স ওয়াং এবং জুলাই-আগস্টের নারী আন্দোলনকারীদের পুরস্কার প্রদানকারী মার্কিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে শীর্ষক দাবিগুলো মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img