পিলখানা হত্যাকাণ্ডে তারেক রহমানকে জড়িয়ে হাসনাত আবদুল্লাহর মন্তব্য দাবিতে প্রথম আলোর নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে “বিশেষ সাক্ষাৎকারে হাসনাত আব্দুল্লাহ | পিলখানা হত্যাকাণ্ডে তারেক রহমানের সংশ্লিষ্টতা রয়েছে, সে এত সহজে দেশে ফিরতে পারবেনা” শীর্ষক শিরোনামে জাতীয় দৈনিক প্রথম আলোর লোগো সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। উক্ত ফটোকার্ডটি প্রচার করে দাবি করা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, “পিলখানা হত্যাকাণ্ডে তারেক রহমানের সংশ্লিষ্টতা রয়েছে, সে এত সহজে দেশে ফিরতে পারবেনা”।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “বিশেষ সাক্ষাৎকারে হাসনাত আব্দুল্লাহ | পিলখানা হত্যাকাণ্ডে তারেক রহমানের সংশ্লিষ্টতা রয়েছে, সে এত সহজে দেশে ফিরতে পারবেনা” শীর্ষক শিরোনামে প্রথম আলো কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় প্রথম আলোর লোগো ব্যবহার করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে প্রথম আলোর নাম, লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ‘২ এপ্রিল ২০২৫’ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে প্রথম আলোর ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও প্রথম আলোর ওয়েবসাইটেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

তবে, অনুসন্ধানে প্রথম আলোর ফেসবুক পেজে গত ০২ এপ্রিলে প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে আলোচিত ফটোকার্ডটির ছবি সংযুক্ত করে বলা হয়, “প্রথম আলোর নামে ছড়ানো এই তথ্য ও কার্ডটি ভুয়া। আমাদের প্রকাশিত নয়।..”

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও কোনো বিশেষ সাক্ষাৎকারে হাসনাত আবদুল্লাহর এরূপ কোনো প্রকাশ্য মন্তব্য করার পক্ষে নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। 

সুতরাং, বিশেষ সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন “পিলখানা হত্যাকাণ্ডে তারেক রহমানের সংশ্লিষ্টতা রয়েছে, সে এত সহজে দেশে ফিরতে পারবেনা” শীর্ষক শিরোনামে প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

হালনাগাদ/ Update

৭ এপ্রিল, ২০২৫ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে একই দাবি সম্বলিত ফেসবুক পোস্ট আমাদের নজরে আসার প্রেক্ষিতে উক্ত পোস্ট প্রতিবেদনে দাবি হিসেবে যুক্ত করা হলো।

আরও পড়ুন

spot_img