ডিসপ্লে ফুড হিসেবে মোমের তৈরি বাঁধাকপিকে খাওয়ার জন্যে তৈরি নকল বাঁধাকপি বলে প্রচার

সম্প্রতি, নকল বাঁধাকপি! ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয় শীর্ষক ক্যাপশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, এগুলো খাওয়ার জন্য তৈরি করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওতে দেখতে পাওয়া বাঁধাকপিটি খাওয়ার জন্য তৈরি করা হয়নি বরং জাপানের রেস্টুরেন্টগুলোতে স্যাম্পল ফুড বা ডিসপ্লে ফুড হিসেবে ব্যবহার করা হয়ে থাকে মোমের তৈরি এসব বাঁধাকপি।

মূলত, রেস্টুরেন্টে ডিসপ্লের জন্যে তৈরিকৃত এসব স্যাম্পল ফুডকে Shokuhin Sampuru বলা হয়ে থাকে। সাধারণত মোম অথবা প্লাস্টিকের মাধ্যমে এই ফুড মডেলগুলো তৈরি করা হয়ে থাকে। যখন রঙিন ছবির প্রচলন ছিল না তখন থেকে রেস্টুরেন্টগুলোতে এ ধরনের ফুড স্যাম্পল ব্যবহারের প্রচলন শুরু হয়। মূলত, রেস্টুরেন্টটিতে কী কী খাবার পাওয়া যায় এ বিষয়ে জানানোর জন্যে এগুলোর ব্যবহার করা হতো।জাপানের Gujo Hachiman নামের একটি শহরে স্যাম্পল ফুড বা ডিসপ্লে ফুড তৈরি করার একটি কারখানা রয়েছে। যেখানে গিয়ে কেউ চাইলে নিজের মত করে এইসব স্যাম্পল ফুড তৈরিও করতে পারেন।  

উল্লেখ্য, পূর্বেও মোমের বাঁধাকপি নিয়ে একই দাবি ছড়িয়ে পড়লে তা ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img