গত ২৪ মার্চ ম্যাচ খেলতে বিকেএসপিতে অবস্থান করছিলেন তামিম ইকবাল। ম্যাচ চলাকালে সেখানেই হার্ট অ্যাটাক করেন। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়। এখন অনেকটাই সুস্থ আছেন তামিম ইকবাল। এরই প্রেক্ষিতে গত ২৬ মার্চ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইদিন পর তামিম ইকবালের অবস্থা দাবিতে একটি ছবি প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হাসপাতালের শয্যায় হার্ট অ্যাটাকের দুইদিন পর তামিম ইকবালের ছবি দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব নয়। বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে এটি তৈরি করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করে এতে ছবির নিচের দিকের ডান কোণে ‘Grok’ লেখা একটি জলছাপ দেখা যায়।

গ্রক (Grok) মূলত ইলন মাস্কের প্রতিষ্ঠান xAI-এর একটি জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) চ্যাটবট, যা ২০২৩ সালের নভেম্বরে চালু হয়। এই চ্যাটবটটি বাস্তবসম্মত ছবি ও কনটেন্ট তৈরি করতে সক্ষম। গ্রক দিয়ে তৈরি ছবিতে সাধারণত ‘Grok’ লেখা জলছাপ দেখা যায়, যা এই এআই প্ল্যাটফর্ম দিয়ে তৈরি কনটেন্ট শনাক্তকরণে সাহায্য করে।

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক কনটেন্ট শনাক্তকরণ প্ল্যাটফর্ম এআই অর নট ব্যবহার করে রিউমর স্ক্যানার। উক্ত প্ল্যাটফর্মটির বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে। এছাড়াও, একই ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক কনটেন্ট শনাক্তকরণ প্ল্যাটফর্ম হাইভ মোডারেশন ব্যবহার করে যাচাই করলে হাইভের বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার সম্ভাবনা ৬৭ শতাংশ।
এছাড়া, প্রচারিত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে আলোচিত ছবিটি বাস্তব হওয়ার সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
উল্লেখ্য যে, হার্ট অ্যাটাকের পর তামিম ইকবালের অবস্থা দাবিতে গত ২৪ মার্চেও গ্রক এআই দিয়ে তৈরি একটি ছবি প্রচার করা হয়েছে, যার প্রেক্ষিতে রিউমর স্ক্যানার ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে। পূর্বে প্রচারিত এআই দিয়ে তৈরি সেই ছবির সাথেও আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির সাদৃশ্য পাওয়া যায়।
সুতরাং, এআই দিয়ে তৈরি করা একটি ছবি হার্ট অ্যাটাকের দুইদিন পর তামিম ইকবালের অবস্থার বাস্তব ছবি দাবিতে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Ai or Not
- Hive Moderation