শুক্রবার, মে 23, 2025

আওয়ামী লীগ ও সমন্বয়কদের জড়িয়ে রুমিন ফারহানা ও নুরুল হক নুরের নামে ভুয়া মন্তব্য প্রচার 

সম্প্রতি, “ভিপি নুরের ঘোষণা আ.লীগকে পুনর্গঠনের অঙ্গীকার | সমন্বয়কদের পালানোর পথও থাকবে না” শীর্ষক শিরোনামে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদ (জিওপি) এর সভাপতি নুরুল হক নুর এর কয়েকটি ভিডিও ফুটেজ যুক্ত করে দাবি করা হয়েছে, ভিপি নুর আ.লীগকে পুনর্গঠনের অঙ্গীকার করে ঘোষণা দিয়েছেন।

এছাড়াও ভিডিওটির বিস্তারিত অংশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যের একটি ভিডিও ফুটেজ যুক্ত করে দাবি করা হয়েছে, সমন্বয়কদের পালানোর পথও থাকবে না।  

উক্ত দাবিতে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডাকসু’র সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আ.লীগকে পুনর্গঠনের অঙ্গীকার করেননি এবং রুমিন ফারহানাও সমন্বয়কদের পালানোর পথও থাকবে না বলে মন্তব্য করেননি।  ইন্টারনেট থেকে নুরুল হক নুর ও রুমিন ফারহানার বিভিন্ন বক্তব্যের ভিডিও ফুটেজ সংগ্রহ করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি বানানো হয়েছে।

দাবিটি যাচাইয়ে আলোচিত ভিডিওটিতে যুক্ত নুরুল হক নুর ও রুমিন ফারহানার ভিডিও ফুটেজগুলো আলাদা আলাদাভাবে পর্যবেক্ষণ করেছে রিউমর স্ক্যানার টিম।

ফুটেজ যাচাই-১ 

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যনার। ভিডিওতে শুরুতে নুরুল হক নুরকে বলতে শোনা যায়, “আমাদের দাবি পরিষ্কার যে, একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন হতে হবে যেই নির্বাচন বাংলাদেশের গনতন্ত্র তথা বাংলাদেশের স্বাধীনতা সার্বোভৌমত্বের জন্য অপরিহার্য”। কি-ওয়ার্ড সার্চ করে  নুরুল হক নুরের দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উক্ত দাবির পক্ষে দেওয়া ফেসবুক পোস্ট  খুঁজে পাই। এ থেকে প্রতীয়মান হয় যে ভিডিওটি সাম্প্রতিক নয় এবং এর সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।

ফুটেজ যাচাই-২ 

অনুসন্ধানে চ্যানেল ২৪ এর ইউটিউব চ্যানেলে ২২ নভেম্বর ২০২৪ সালে প্রকাশিত ‘আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে বিপ্লবের হুঁশিয়ারি দেন ভিপি নুর’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ফুটেজের মিল পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

বিশ্লেষন করে দেখা যায় ভিডিওটি ক্রপ করে আলোচিত ফুটেজটি তৈরি করা হয়েছে। ভিডিওটিতে আওয়ামী লীগ পুনর্বাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি করেছেন নুরু, অর্থাৎ এর সাথে আলোচিত দাবি সাংঘর্ষিক

ফুটেজ যাচাই-৩ 

অনুসন্ধানে রুমিন ফারহানার ফুটেজ অংশের কিছু কিছু ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ATN News এর ইউটিউব চ্যানেলে ৩০ ডিসেম্বর ২০২৪ সালে প্রকাশিত ‘সংলাপ, সংস্কার ও বিপ্লবের ঘোষণাপত্র’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির একটি অংশের হুবহু মিল পাওয়া যায়। 

Video Comparison by Rumor Scanner

ভিডিওতে রুমিন ফারহানা জুলাই বিপ্লব, দেশের সিস্টেম এবং মেধাবীদের অংশগ্রহণ নিয়ে কথা বলেছেন। সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।

ফুটেজ যাচাই-৪  

আলোচিত ফুটেজের কিছু কী ফ্রেম রিভার্স ইমেজ  সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘সময় টিভি বুলেটিন’র ইউটিউব চ্যানেলে গত ১২ নভেম্বর ’রাজনীতিতে বিশ্বাস-অবিশ্বাস | সম্পাদকীয়’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির একটি অংশের হুবহু মিল পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

ভিডিওতে নুরুল হক নুরকে অন্তর্বর্তীকালীন  সরকার ব্যর্থ হলে হলে কী হতে পারে সে বিষয়ে কথা বলতে শোনা যায়। অর্থাৎ, এই ফুটেজটিও সাম্প্রতিক সময়ের নয় এবং এটি ভিন্ন প্রেক্ষাপটের ভিডিও। এর সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।

ফুটেজ যাচাই-৫ 

আলোচিত ফুটেজের কিছু কী ফ্রেম রিভার্স ইমেজ সার্চ ওয়ার্সার্চের মাধ্যমে জাতীয় পত্রিকা দৈনিক মানবজমিন এর ইউটিউব চ্যানেলে গত ২৭ ডিসেম্বর ‘আওয়ামী লীগকে যতই আমরা ঠেকাতে চাই না কেন, আওয়ামী লীগের পুনর্বাসন হবে: নুরুল হক নুর’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির একটি অংশের হুবহু মিল পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

ভিডিওতে নুরুল হক নুরকে আওয়ামী লীগ পুনর্বাসন হলে আওয়ামী লীগ কীভাবে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে এবং আমাদের সরকার এবং প্রশাসনিক ব্যবস্থায় যে সংস্কার প্রয়োজন সেটি নিয়ে আলোচনা করতে দেখা যায়।  অর্থাৎ এই ফুটেজটির সাথেও আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।

সুতরাং, আওয়ামী লীগকে পুনর্গঠনের অঙ্গীকার করেছেন নুরুল হক নুর এবং সমন্বয়কদের পালানোর পথও থাকবে না বলেছেন রুমিন ফারহানা শীর্ষক দাবিগুলো মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img