শুক্রবার, মে 23, 2025

উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে বিদেশি নারীর এই ছবি দুটি সম্পাদিত

সম্প্রতি, ‘ইউরোপে স্যাটেল হওয়ার ইচ্ছা জানালেন নাহিদ ইসলাম’ শীর্ষক শিরোনামে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে এক বিদেশি নারীর ছবি দাবিতে দুইটি ছবি কোলাজ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে বিদেশি নারীর এই ছবি দুটি আসল নয় বরং, শাদাব মালিক নামের এক ভারতীয় ব্যক্তির সাথে তার প্রেমিকা পোল্যান্ডের বারবারা পোলাক এর ভিন্ন দুটি ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে শাদাব মালিকের স্থলে নাহিদ ইসলামের মুখমণ্ডল বসিয়ে আলোচিত ছবি দুটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এর অনলাইন সংস্করণে ২০২৩ সালের ২১ জুলাই ‘’সীমাকে নিয়ে হইচইয়ের মধ্যেই সন্তানকে নিয়ে ভারতে পা আর এক বিদেশিনীর! দেদার খরচাও করালেন প্রেমিকের’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

এই প্রতিবেদনে এক যুগলের একাধিক ছবি যুক্ত করা হয়েছে। সেখানকার একই ফ্রেমে যুক্ত দুটি ছবির ব্যাকগ্রাউন্ড ও আনুষঙ্গিক বিষয়বস্তুর সাথে আলোচিত ছবি দুটির সাদৃশ্য পাওয়া যায়। ছবি দুটিতে শুধুমাত্র নাহিদ ইসলামের স্থলে ভিন্ন এক ব্যক্তিকে দেখা যায়।

Image Comparison by Rumor Scanner

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ছবির পুরুষটির নাম শাদাব মালিক এবং নারীর নাম বারবারা পোলাক। ২০২১ সালে ইন্সটাগ্রামে পরিচয়ের পর প্রেমের টানে ২০২৩ সালে পোল্যান্ডের নাগরিক ওই নারী ভারতের ঝাড়খণ্ডের ওই যুবকের কাছে ছুটে যান।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে এই যুগলের ছবিতে শাদাব মালিকের  মুখমণ্ডলের জায়গায় নাহিদ ইসলামের মুখমণ্ডল বসিয়ে আলোচিত ছবি দুটি তৈরি করা হয়েছে।

এছাড়াও, ভারতীয় গণমাধ্যম Punjab Kesari এর ওয়েবসাইটে ২০২৩ সালের ২৩ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে এই যুগলের উক্ত ছবি দুটি খুঁজে পাওয়া যায়। সেখানে উল্লেখিত বিস্তারিত বিবরণী থেকেও উক্ত ছবির বিষয়ে একই তথ্য জানা যায়।

Screenshot: Punjab Kesari

সুতরাং,  উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে বিদেশি নারী দাবিতে ইন্টারনেটে প্রচারিত ছবি দুটি এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img