শুক্রবার, মে 23, 2025

মোহাম্মদপুরে ছাত্রলীগের নারী কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের তথ্যটি গুজব

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছাত্রলীগের একজন নারী কর্মীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে দাবিতে গতকাল ২০ নভেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিওর কিছু স্ক্রিনশট ছাড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, গত ১৯ নভেম্বর মোহাম্মদপুরে এই ঘটনা ঘটেছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও একই দাবিটি প্রচার করা হয়েছে। পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাম্প্রতিক সময়ে ঢাকার মোহাম্মদপুরে ছাত্রলীগের নারী কর্মীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০২১ সালে ভারতের কেরালায় বাংলাদেশি এক তরুণীকে নির্যাতনের ঘটনার ভিডিওর কিছু স্ক্রিনশট আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে রির্ভাস ইমেজ সার্চের মাধ্যমে ইলেক্ট্রনিক গণমাধ্যম NEWS24 এর ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ২৮ মে ভারতে টিকটক নারী নির্যাতনের ঘটনায় তোলপাড় | গুলিবিদ্ধ হৃদয়সহ গ্রেপ্তার ৬ | 28May.21|| Tiktok hridoy শীর্ষক শিরোনামে প্রচারিত একটি মাল্টিমিডিয়া প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Image Comparison by Rumor Scanner

প্রতিবেদনটি থেকে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি এক তরুনীকে ভারতে বিবস্ত্র করে ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনায় হাতিরঝিল থানায় বাংলাদেশের টিকটকার হৃদয়সহ আরও কয়েকজনের নামে মামলা করেন মেয়েটির বাবা। এর আগে এ ঘটনায় ভারতের ব্যাঙ্গালুরুতে টিকটক হৃদয়সহ পাঁচজনকে নারী নির্যাতন ও ধর্ষ্নের ঘটনায় গ্রেফতার করে ব্যাঙ্গালুরু পুলিশ। উক্ত ভিডিওর কয়েকজন ব্যক্তির ছবি প্রতিবেদনটিতে দেখানো হয়। যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর ব্যক্তিদের চেহারার হুবহু মিল পাওয়া যায়।

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আরেক ইলেকট্রনিক গণমাধ্যম Rtv News এর ওয়েবসাইটে ২০২১ সালের ২৭ মে ভারতে বাংলাদেশি তরুণীকে ভ’য়ঙ্কর যৌ’ন নি’র্যাত’ন শীর্ষক শিরোনামে একই ঘটনায় প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, বাংলাদেশী ওই তরুণীকে নির্যাতনের ঘটনাটি ভারতের কেরালা রাজ্যে ঘটেছে। এই নির্যাতনের মূল হোতা বাংলাদেশি টিকটকার রিফাতুল ইসলাম হৃদয়।

এছাড়া, একই ভিডিওটির বিষয়ে ২০২৩ সালের ১১ অক্টোবর ভারতীয় তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান Alt News এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, টিকটকার হৃদয় দ্বারা নারী নির্যাতনের ওই ভিডিওটি বাংলাদেশে হিন্দু নারী নির্যাতনের এবং ভারতের মনিপুরের ঘটনা দাবিতে ভারতে প্রচার করা হয়। যার প্রেক্ষিতে Alt News সেসময় এই ফ্যাক্টচেক প্রতিবেদনটি প্রকাশ করে।

অর্থাৎ, ভারতে বাংলাদেশি নারী নির্যাতনের পুরোনো ঘটনার ভিডিওর স্ক্রিনশটকে মোহাম্মদপুরে ছাত্রলীগের নারী কর্মীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করার দাবিতে প্রচার করা হচ্ছে।

সুতরাং, মোহাম্মদপুরে ছাত্রলীগের নারী কর্মীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে দাবিতে ফেসবুকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img