শাহজালাল ইসলামী ব্যাংককে জড়িয়ে প্রথম আলোর নামে ভুয়া ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, “এবার তারল্য সংকটে ভুগছে শাহজালাল ইসলামি ব্যাংক! কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা জানান প্রায় কয় এক বছর ধরেই ব্যাংকটিকে তারল্য সহায়তা দিয়ে আসছিল বাংলাদেশ ব্যাংক।” শীর্ষক তথ্যে বা শিরোনামে জাতীয় দৈনিক প্রথম আলো’র ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শাহজালাল ইসলামী ব্যাংককে

উক্ত ফটোকার্ড যুক্ত করে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, শাহজালাল ইসলামী ব্যাংক তারল্য সংকটে ভুগছে দাবি করে প্রথম আলো এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে প্রথম আলোর ডিজাইন সম্বলিত আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে প্রথম আলোর লোগোযুক্ত আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণে করে দেখা যায়, ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ০৩ সেপ্টেম্বর ২০২৪ এর কথা উল্লেখ রয়েছে।

Screenshot: Facebook 

গণমাধ্যমটির ফেসবুক পেজে ০৩ সেপ্টেম্বর এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। প্রথম আলোর ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। 

তবে প্রথম আলো তাদের ফেসবুক পেজে গত ০৫ সেপ্টেম্বর এক পোস্টের মাধ্যমে আলোচিত ফটোকার্ডটিকে ভুয়া বলে নিশ্চিত করা হয়েছে।

Screenshot: Prothom Alo Facebook Page

সুতরাং, শাহজালাল ইসলামী ব্যাংক তারল্য সংকটে ভুগছে দাবি করে  প্রথম আলোর নামে প্রচারিত এই ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img