শুক্রবার, সেপ্টেম্বর 22, 2023
spot_img

ভিডিওতে রোনালদিনহোর সঙ্গে থাকা ছেলেটি মেসি নয়

সম্প্রতি, “রোনালদিনহো’র সাথে লিওনেল মেসির বাল্যকালের ফ্রিস্টাইল” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমগুলোতে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

টিকটকে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে
ভিডিওটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটিতে ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদিনহোর সঙ্গে ফুটবল নিয়ে ফ্রিস্টাইল করা ছেলেটি আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি নয় বরং ভিডিওতে থাকা ছেলেটি স্প্যানিশ ফুটবলার ক্রিস্টিয়ান চেবায়োস।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে “gpaps” নামের একটি ইউটিউব চ্যানেলে ২০০৬ সালের ১৫ মার্চে “Ronaldinho VS Youngster Cristian Ceballos” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ২০১১ সালের ১১ জুলাইয়ে ‘দ্যা গার্ডিয়ান’ এর ওয়েবসাইটে “Tottenham sign former Barcelona teenager Cristian Ceballos” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে রোনালদিনহোর সাথে ক্রিস্টিয়ানের ফুটবল ফ্রিস্টাইলের সেই ভিডিওটি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়।

Screenshot from The Guardian website

মূলত, স্প্যানিশ ফুটবলার ক্রিস্টিয়ান চেবায়োস ১১ বছর বয়সে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়াতে যোগদান করেন। পরবর্তীতে রোনালদিনহোর সঙ্গে তার ফ্রিস্টাইলের ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর দ্রুতই তিনি জনপ্রিয়তা অর্জন করেন। রোনালদিনহোর সঙ্গে ক্রিস্টিয়ান চেবায়োসের ফ্রি স্টাইলের সেই আলোচিত ভিডিওটিকেই সম্প্রতি রোনালদিনহো’র সাথে লিওনেল মেসির বাল্যকালের ফ্রিস্টাইলের ভিডিও দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।
বিষয়টি পূর্বেও মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img