সম্প্রতি, “২৪ বছর ধরে মাটির নিচের কারাগারে সুদানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী কর্নেল ইব্রাহিম ছামসাদিন” শীর্ষক দাবিতে মুমূর্ষু ব্যক্তির ছবি সম্বলিত একটি তথ্যসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হয়।
উল্লিখিত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন; এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ),এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
প্রায় একই দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে(আর্কাইভ), এখানে (আর্কাইভ)এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বৃদ্ধ ব্যক্তির মুমূর্ষু ছবিগুলো সুদানের সাবেক মন্ত্রী কর্নেল ইব্রাহিম শামসউদ্দিন এরনয় বরং এগুলো ২০১৯ সালে কেনিয়ায় দুর্ভিক্ষের কবলে পরা এক বৃদ্ধ ব্যক্তির ছবি। এছাড়া, ফেসবুক পোস্ট ও ভিডিওতে দাবি করা সামরিক পোশাক পড়া ব্যক্তিটি সুদানের কোনো প্রতিরক্ষামন্ত্রী নয় বরং এটি সুদানের সেনা শাসিত রাজনৈতিক দলের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওমর জেইন আল আবেদীনের ছবি।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, ২০১৯ সালের ১৯ মার্চ প্রকাশিত বিবিসি আফ্রিকার সংবাদ কর্মী Roncliffe Odit এর টুইট পোস্টে আলোচিত বৃদ্ধ মুমূর্ষু ব্যক্তির ছবিগুলো খুঁজে পাওয়া যায়।
আন্তর্জাতিক গণমাধ্যম BBC তে ২০১৯ সালের ১৯ মার্চ “Kenyan anger over Turkana ‘starvation’ being ignored” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে সেসময়ের কেনিয়ার দুর্ভিক্ষের ভয়াবহতা তুলে ধরা হয়।
এছাড়া সুদানের ডিফেন্স মিনিস্ট্রির ওয়েবসাইট থেকে জানা যায়, কর্নেল ছামসাদিন ইব্রাহিম নামক একজন ব্যক্তি সহকারী প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ছিলেন। যিনি ২০০১ সালে এক বিমান দূর্ঘটনায় তিনি নিহত হন।
মূলত, ২০১৯ সালে কেনিয়ায় ভয়াবহ খরার কবলে পড়লে সেদেশে দুর্ভিক্ষ হয়। সেসময় বিবিসি আফ্রিকার সংবাদকর্মী Ronecliffe Odit দুর্ভিক্ষেরকবলে আক্রান্ত একজন বৃদ্ধের ছবি তুলে তার ভেরিফাইড টুইটার একাউন্টে টুইট করেন। উক্ত ছবিগুলোর ব্যক্তিকে কোনোরূপ তথ্যসূত্র ছাড়া সুদানের সাবেক মন্ত্রী কর্নেল ইব্রাহিম দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, পূর্বেও একই ছবিগুলো সুদানের কথিত সাবেক প্রতিরক্ষামন্ত্রী আকদ ইব্রাহিম এর দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেসময় দাবিটিকে মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানা।