শুক্রবার, মার্চ 29, 2024
spot_img

বৃদ্ধ ব্যক্তির মুমূর্ষু অবস্থার ছবিগুলো সুদানের কোনো প্রতিরক্ষামন্ত্রীর নয়

সম্প্রতি “আকদ ইব্রাহিম যিনি ১৯৯৫ সালে সুদানের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। সময় পরিবর্তনে বেশি সময় নেয় না, আল্লাহ যেমন উপরে উঠাতে জানে তেমনি আল্লাহ নিচে ফেলতে জানে।” শীর্ষক শিরোনামের একাধিক ছবি সম্বলিত একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,বৃদ্ধ ব্যক্তির মুমূর্ষু ছবিগুলো সুদানের কোনো প্রতিরক্ষামন্ত্রীর বর্তমান অবস্থার নয় বরং এগুলো ২০১৯ সালে কেনিয়ায় দুর্ভিক্ষের কবলে পরা এক বৃদ্ধ ব্যক্তির ছবি। এমনকি, ছবিতে সামরিক পোশাক পড়া ব্যক্তিটি সুদানের কোনো প্রতিরক্ষামন্ত্রী নয় বরং এটি সুদানের সেনা শাসিত রাজনৈতিক দলের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওমর জেইন আল আবেদীনের ছবি।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, বিবিসি আফ্রিকার সংবাদ কর্মী Roncliffe Odit এর ভেরিফাইড টুইটার একাউন্ট হতে ২০১৯ সালের ১৯ মার্চ প্রচারিত একটি টুইটে আলোচিত বৃদ্ধ মুমূর্ষু ব্যক্তির ছবিগুলো খুঁজে পাওয়া যায়।

টুইটটির ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে লেখা ছিলো, 

#WeCannotIgnore
#BeyondPressConferences
#TurkanaDrought
#kenyaDrought

এছাড়া, আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে ২০১৯ সালের ১৯ মার্চ “Kenyan anger over Turkana ‘starvation’ being ignored” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে সেসময়ের কেনিয়ার দুর্ভিক্ষের ভয়াবহতা তুলে ধরা হয়।

Screenshot from bbc website

উক্ত প্রতিবেদনেও মুমূর্ষু ব্যক্তির ছবি সংযুক্ত বিবিসি আফ্রিকার সংবাদকর্মী Roncliffe Odit এর টুইট লিংকটি যুক্ত করা ছিল। প্রতিবেদন অনুযায়ী উক্ত ছবিগুলো বিবিসির এই সংবাদ কর্মীই ধারণ করেছিলেন।

অর্থাৎ, ‘Roncliffe Odit‘ র টুইট বার্তায় তৎকালীন সময় কেনিয়ায় ঘটিত প্রাকৃতিক দূর্যোগ খরার কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতি তুলে ধরা হয়েছিল।

মূলত, ২০১৯ সালে কেনিয়ায় ভয়াবহ খরার কবলে পড়লে সেদেশে দুর্ভিক্ষ হয়। সেসময় বিবিসি আফ্রিকার সংবাদকর্মী Ronecliffe Odit দুর্ভিক্ষেরকবলে আক্রান্ত একজন বৃদ্ধের ছবি তুলে তার ভেরিফাইড টুইটার একাউন্টে টুইট করেন। উক্ত ছবিগুলোকেই কোনোরূপ তথ্যসূত্র ছাড়া সুদানের কথিত প্রতিরক্ষা মন্ত্রী আকদ ইব্রাহিমের ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, সুদানের ডিফেন্স মিনিস্ট্রির ওয়েবসাইট থেকে জানা যায়, আকদ ইব্রাহিম নামের কোনো ব্যক্তি সুদানের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে কর্মরত ছিলেন না। কর্নেল ইব্রাহিম শামসউদ্দিন নামক একজন ব্যক্তি সহকারী প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ছিলেন। যিনি ২০০১ সালে এক বিমান দূর্ঘটনায় তিনি নিহত হন।

উল্লেখ্য, পূর্বেও ২০২১ সালে একই দাবিতে তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়। সেসময়ও বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।

একই ছবিগুলো যুক্ত করে ভিন্ন দাবি সম্পর্কিত তথ্যকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান AFP Fact Check এবং PesaCheck ইতোমধ্যে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

সুতরাং, ২০১৯ সালে কেনিয়ার দুর্ভিক্ষের সময় তোলা মুমূর্ষু ব্যক্তির ছবিকে সুদানের কথিত প্রতিরক্ষামন্ত্রী আকদ ইব্রাহিমের মুমূর্ষু অবস্থার দৃশ্য দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img