ডিজিটাল আর্টওয়ার্ককে ফেরাউনের আসল পাসপোর্টের ছবি দাবিতে প্রচার

সম্প্রতি, “যে কারণে ফেরাউনের পাসপোর্ট করেছিল মিশর !! পৃথিবীর ইতিহাসে তিনি একমাত্র ফেরাউন যার পাসপোর্ট রয়েছে। মিশরের এই ফেরাউন, হ য র ত মুসা (আ) এর যুগে রাজত্ব করছিল।” শীর্ষক শিরোনামে একটি কথিত পাসপোর্টের ছবি সম্বলিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওতে ব্যবহৃত ফেরাউন বা দ্বিতীয় রামসেস এর পাসপোর্ট দাবিতে প্রচারিত পাসপোর্টটি আসল নয় বরং পাসপোর্টের ছবিটি একজন শিল্পীর তৈরি ডিজিটাল আর্টওয়ার্ক। 

মূলত, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নির্মিত একটি নমুনাস্বরূপ পাসপোর্টের ছবি ব্যবহার করে একটি ভিডিওচিত্রে আলোচিত পাসপোর্টটি ফেরাউন বা দ্বিতীয় রামসেস এর প্রকৃত/আসল পাসপোর্ট দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

উল্লেখ্য, একই ছবিটি ফেরাউন বা দ্বিতীয় রামসেস এর পাসপোর্টের আসল ছবি দাবিতে পূর্বেও একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হলে সে সময় বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম। 

আরও পড়ুন

spot_img