নকল কোকা-কোলা তৈরির এই কারখানাটি বাংলাদেশের নয়, পাকিস্তানের

গত কয়েক মাস ধরে “অস্বাস্থ্যকর পরিবেশে নকল কোকা-কোলা তৈরির একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, ভিডিওটিতে দেখানো নকল কোকা-কোলা তৈরির কারখানাটি বাংলাদেশে অবস্থিত।। সম্প্রতি একই দাবিতে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি আবার প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কোকা-কোলা তৈরির কারখানাটি বাংলাদেশের নয় বরং পাকিস্তানের।

মূলত, বাংলাদেশে কোকা-কোলা তৈরি করা হচ্ছে দাবিতে একটি নকল কোকা-কোলা তৈরির কারখানার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এই কারখানাটি বাংলাদেশে অবস্থিত নয়। ভাইরাল ভিডিওটিতে উর্দু ভাষায় কথা বলতে শোনা যায়। পাশাপাশি, ভাইরাল ভিডিওতে থাকা মোড়ক এবং বাংলাদেশে বিক্রীত কোকা-কোলার মোড়কের লেখা এবং বোতলের আকারের বিষয়েও অসামঞ্জস্যতা পাওয়া যায়।

উল্লেখ্য, পূর্বেও একই দাবি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img