রাজউক কলেজের ভাইরাল শিক্ষক ও ছাত্রীর বিয়ের দাবিতে ভিন্ন দম্পতির বিয়ের ভিডিও প্রচার 

গত বছর (২০২৩) রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের এক শিক্ষক এবং ছাত্রীর ব্যক্তিগত আলাপ ভাইরাল হওয়াকে কেন্দ্র করে সম্প্রতি “অবশেষে বিয়ে হলো রাজউক কলেজের সেই ইংরেজি শিক্ষক ও ছাত্রীর” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

শিক্ষক ও ছাত্রীর বিয়ের

ফেসবুকে প্রচারিত এমন দুইটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের ভাইরাল ছাত্রী ও শিক্ষকের বিয়ে হয়নি বরং ২০২৩ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে বিয়ে হওয়া ভিন্ন এক দম্পতির বিয়ের ছবি ও ভিডিও ব্যবহার করে উক্ত দাবিটি ছড়িয়ে পড়েছে। 

মূলত, ২০২৩ সালে রাজধানীর একটি কলেজের ছাত্রী-শিক্ষকের ব্যক্তিগত আলাপ ভাইরাল হওয়াকে কেন্দ্র করে ‘অবশেষে বিয়ে হলো রাজউক কলেজের সেই ইংরেজি শিক্ষক ও ছাত্রীর’ দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, উক্ত ছাত্রী ও শিক্ষকের বিয়ে হয়নি। তাছাড়া, ভাইরাল হওয়া বিয়ের ভিডিওটি ২০২৩ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে বিয়ে হওয়া ভিন্ন এক দম্পতির।

উল্লেখ্য, পূর্বেও একই দাবিতে ভিডিওটি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সেটিকে মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম। 

আরও পড়ুন

spot_img